বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভোটারদের প্রতি বিশেষ বার্তা দিলেন খালেদা জিয়া

মাহমুদ আজহার

আসন্ন পৌরসভা নির্বাচনে সর্বস্তরের ভোটারদের উদ্দেশে তৃণমূলে বিশেষ বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই বার্তা সংবলিত একটি চিঠি গতকাল তৃণমূলে পাঠানো হয়। স্থানীয় নেতা-কর্মীদের ওই চিঠি লিফলেট আকারে বিলির নির্দেশনাও দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই চিঠি জেলা বিএনপির মাধ্যমে তৃণমূলে পাঠানো হয়। এ নিয়ে লক্ষাধিক লিফলেটও তৈরি করার কথা জানান বিএনপির দায়িত্বশীল এক নেতা। তৃণমূলে পাঠানো চিঠিতে বেগম জিয়া বলেন, ‘এই প্রথমবারের মতো দলীয়ভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের ওয়াদা ভুলে গিয়ে গণবিরোধী সিদ্ধান্ত ও কর্মকাণ্ড চালিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ক্ষমতাসীনদের জনপ্রিয়তা যখন সর্বনিম্ন পর্যায়ে তখন হঠাৎ করেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে। দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা সংযোজন করে। সরকারের এই অপরিণামদর্শী সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী প্রবল গণআন্দোলন গড়ে ওঠে।’ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বেগম জিয়া বলেন, ‘ক্ষমতাসীনদের অনিয়ম, দুর্নীতি, লুটপাটসহ নানা গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রায় দিতে ধানের শীষ প্রতীকে ভোট দিন। আপনাদের একটি ভোট ফ্যাসিস্ট ও অনৈতিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করবে। স্বাধীন চিন্তায় ও মুক্ত স্বদেশের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ বিএনপি প্রধান বলেন, ‘বর্তমান সরকারের দুর্নীতি, সন্ত্রাস ও গণবিরোধী কর্মকাণ্ডের কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে নজিরবিহীন দমনপীড়ন ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’ সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত কয়েক মাসে বিরোধী দলের ৬ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শতাধিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৫৫ জন। গ্রেফতার-আতঙ্কে এখনো হাজারো নেতা-কর্মী পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ারসহ অনেক নেতা-কর্মী এখনো কারান্তরীণ। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। ব্যবসা বাণিজ্য সংকুচিত হয়ে আসছে। তৃণমূলে স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে চরম অনিয়ম ও লুটপাট চলছে।’

এ প্রসঙ্গে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি চেয়ারপারসনের বার্তা সংবলিত চিঠি কেন্দ্র থেকে আমরা লিফলেট আকারে ছেড়ে দিয়েছি। সাংগঠনিক প্রতিটি জেলায় ওইসব চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের এই চিঠি ছাপিয়ে লিফলেট বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে পৌরসভা নির্বাচনকে ঘিরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল সার্বিক বিষয় তদারক করছে। গত কয়েক দিন ধরেই সেলের আহ্বায়ক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সদস্য সচিব মো. শাহজাহানের নেতৃত্বে সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নয়াপল্টন কার্যালয়ে সারা দেশ থেকে আসা অভিযোগ ও সমস্যা নিয়ে কাজ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে গতকালও মিডিয়া সেলের প্রধান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু নানা অভিযোগ তুলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। কূটনীতিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বিভাগীয় সেলের দায়িত্বপ্রাপ্ত নেতারাও নির্বাচনী মাঠে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদিকে আজ সকালে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৈয়দপুর, নীলফামারীর জলঢাকা, পঞ্চগড় সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও সদরে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে শনিবার ঢাকায় ফিরবেন। সেলের আহ্বায়ক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মো. শাহজাহান, সদস্য রুহুল কবির রিজভীসহ দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন। সারা দেশের পৌর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সদস্য সচিব মো. শাহজাহান গত দুই দিন ধরে কুমিল্লা ও নোয়াখালীর কয়েকটি পৌরসভা নির্বাচনী এলাকা সফর করছেন। এ ছাড়া বিভাগীয় মনিটরিং সেলের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাহবুবুর রহমান (অব.)  ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, ইকবাল হাসান মাহমুদ টুকু, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী (অব.) সংশ্লিষ্ট এলাকায় সফর করছেন। দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুক, আমীরুল ইসলাম খান আলীম, মাহবুবুর রহমান শামীম, যুবদল নেতা ফরহাদ হোসেন আজাদ, আবদুল খালেক, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম প্রমুখ সংশ্লিষ্ট এলাকা সফর করছেন।

সর্বশেষ খবর