মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

হামলাকারীরা শয়তানের চেলা

মাওলানা ফরিদ

নিজস্ব প্রতিবেদক

হামলাকারীরা শয়তানের চেলা

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের বৃহত্তম ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ বলেছেন, মসজিদে মুসল্লিদের ওপর হামলাকারীরা শয়তানের চেলা-চামুণ্ডা। এ  ধরনের হামলা কোনো ইমানদার ব্যক্তির কাজ হতে পারে না। এর মধ্য দিয়ে কোনোভাবেই জান্নাত পাওয়া যেতে পারে না। গত সন্ধ্যায় মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, জঙ্গিবাদের ব্যাপারে ইসলামের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ইসলামে মানুষকে, এমনকি কোনো পশু-পাখিকেও ভয় দেখানো বা সন্ত্রস্ত করা জায়েজ নয়। সেখানে বিনা কারণে মানুষ হত্যার তো প্রশ্নই আসে না। ইসলাম জঙ্গিবাদকে কখনো সমর্থন করে না। উসকানিও দেয় না। মাওলানা ফরিদ উদ্দিন বলেন, ইসলামে বিশৃঙ্খলা বা হানাহানির কোনো স্থান নেই। রসুল (সা.) অন্যায়ভাবে মানুষ হত্যার মাধ্যমে ইসলাম কায়েম করেননি। এটা তার পদ্ধতি বা সুন্নাত নয়। জঙ্গিবাদ বা বিনা কারণে নিরীহ মানুষ হত্যার পথ জাহান্নামের। তিনি উল্লেখ করেন, একটি চক্র ইসলামী জঙ্গিবাদের নামে দেশকে বিদেশিদের কাছে অকার্যকর প্রমাণের চেষ্টা করছে। কোনো দেশপ্রেমিক ও ইমানদার মানুষ এমন কাজে জড়িত থাকতে পারেন না। তাই জঙ্গিবাদ প্রতিরোধে আলেম-ওলামাকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে ইসলামের বাণী ও ব্যাখ্যা আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে। সামাজিক সচেতনতা বাড়াতে হবে। জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত তারা আমাদের সমাজেরই লোক, তারা এ সমাজের কারও না কারও আত্মীয়স্বজন। তাই তাদের পারিবারিকভাবে বোঝাতে হবে। তাতে কাজ না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে হবে। গণমাধ্যমেরও এ বিষয়ে বিশেষ ভূমিকা রয়েছে।

সর্বশেষ খবর