শিরোনাম
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
মতবিনিময় সভায় বক্তারা

সুশাসন প্রতিষ্ঠায় দেশপ্রেমিক ব্যক্তিদের ভোট দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাবে গতকাল অনুষ্ঠিত ‘দায়িত্বশীল গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, গণতন্ত্রকে বলিষ্ঠ রূপ দিতে এবং সুশাসন প্রতিষ্ঠায় সৎ, নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক ব্যক্তিদের ভোট দিতে হবে। ভোটাধিকার প্রয়োগে জনগণকে সচেতন হতে হবে।

বক্তারা  আরও বলেন, মার্কা দেখে অযোগ্য, অসৎ, সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে ভোট দিলে দেশ ও জনগণের  ক্ষতি হবে। জনসম্পৃক্ততাহীন ব্যক্তিদের নির্বাচিত করলে তাদের দিয়ে দেশ ও জনগণের কোনো উপকার হবে না। এ মতবিনিময় সভা পরিচালনা করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। বক্তব্য দেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী  পরিচালক ড. আহসান এইচ মনসুর, টিআইবির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান, জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জামিল আহমেদ, অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের ফেলো ইফতেখার আরমান রশিদ, আইআইডির নির্বাহী পরিচালক সাইদ আহমেদ প্রমুখ। মতবিনিময়ে ড. আহসান এইচ মনসুর বলেন, আমরা দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করি না, মার্কা দেখে ভোট দিই। যে কারণে অযোগ্য, অসৎ, সন্ত্রাসী-দুর্নীতিবাজরা নির্বাচিত হয়। এতে করে দেশে সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি হচ্ছে। গণতন্ত্র বার বার হোঁচট খাচ্ছে। তিনি বলেন, অর্থের কাছে মাথা নিচু না করে ভালো লোকটিকে ভোট দিতে হবে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। রাস্তা দখল করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করার রাজনীতি বন্ধ করতে হবে। সরকারবিরোধী আন্দোলন অথবা সরকারের বিরুদ্ধে সমালোচনা জাতীয় সংসদে গিয়ে করতে হবে। ব্যারিস্টার মনজুর হাসান বলেন, সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা এবং আইনের শাসন দরকার। টেকসই গণতন্ত্রের জন্য আগামীতে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক ব্যক্তিদের নির্বাচিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য জনগণকে আরও সচেতন হতে হবে। সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের সফলতা-ব্যর্থতার জবাবদিহিতা কায়েম করতে হবে। অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, সুশাসন প্রতিষ্ঠায় জনগণকে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান এবং অসাম্প্রদায়িক প্রার্থীকে ভোট দিতে হবে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে  গণতন্ত্রকে পূর্ণ রূপ দিতে হবে। অহিংস প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক প্রতিবাদ করার মানসিকতা গড়তে হবে।

সর্বশেষ খবর