শনিবার, ২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত করতে হবে

—আলমগীর শামসুল আলামিন

গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত করতে হবে

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, গ্যাস ও বিদ্যুতের সংযোগ না পাওয়াই হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। বর্তমানে বিনিয়োগকারীরা গ্যাস-বিদ্যুতের সংযোগ পাচ্ছেন না। কারণ সরকার এখন গ্যাসে সংযোগ বন্ধ রেখেছে। বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে আমাদের ‘অকুপেন্সি’ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কিন্তু এটি বিনিয়োগকারীদের জন্য নতুন ধরনের হয়রানি। হয়রানি কমাতে তিনি বিকল্প হিসেবে তরল খনিজ গ্যাস (এলপিজি) বা সিলিন্ডার গ্যাসের ব্যবহার বৃদ্ধির জন্য নীতিনির্ধারকসহ সরকারের কাছে আহ্বান জানান।

বাংলাদেশ প্রতিদিনকে গতকাল রিহ্যাব সভাপতি আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতাসহ নানাবিধ কারণে সরকারি অফিসে গিয়ে বিদ্যুতের সংযোগ আনতে আমাদের ঝামেলায় পড়তে হয়। অন্যদিকে অপরিহার্য হলেও সরকার আমাদের গ্যাসের সংযোগ দিতে পারছে না। এ ক্ষেত্রে সরকারের নীতিনির্ধারকদের বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার গ্যাস ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এখন ১০-১২ তলাবিশিষ্ট বড় যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সেখানে নিশ্চয়ই খড়ি বা কয়লা দিয়ে রান্নার কাজ করা সম্ভব নয়। এ জন্য আমাদের বিকল্প ব্যবস্থা থাকতে হবে। সেই সঙ্গে জনগণেরও বিকল্প জ্বালানি ব্যবহারের সক্ষমতা থাকতে হবে। বর্তমানে সিলিন্ডারের বাজার মূল্য ৩০০০ থেকে ৪০০০ টাকা। আর গ্যাসের জন্য খরচ হয় ৬০০ থেকে ৭০০ টাকা। এ জন্য সরকারকে এলপিজি সিলিন্ডার গ্যাসের ব্যবহার বৃদ্ধিতে উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, আমাদের আমূল বিনিয়োগ অপ্রদর্শিত আয় হওয়ার কথা। এ জন্য সরকারি নীতি সংশোধন হওয়া দরকার। দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন অপ্রদর্শিত আয় নিয়ে প্রশ্ন করতে পারে। আমরা চাই প্রশ্নবিহীন আয়। আর এ বিষয়টি নীতিনির্ধারকদের সুরাহা করতে হবে। শামসুল আলামিন বলেন, এটি ইতিবাচক যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আগের চেয়ে অ্যাকটিভ। আর রেজিস্ট্রেশন নিয়ে আমাদের এখন তেমন কোনো সমস্যা নেই। বিভিন্ন বিনিয়োগকারী আমাদের ওয়ান স্টপ সার্ভিস সেবার জন্য বলেছেন। কারণ বিভিন্ন মন্ত্রণালয় থেকে ব্যবসার জন্য ছাড়পত্র সংগ্রহ করতে হলে ব্যবসায়ীদের এক থেকে দুই বছর লেগে যায়। এতে ডেভেলপাররা সমস্যায় পড়েন। এ ছাড়া হোম লোন সিঙ্গেল ডিজিটে দীর্ঘমেয়াদি করার উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন আলমগীর শামসুল আলামিন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে এ জন্য বিশেষ তহবিল তৈরি করতে হবে। তিনি আরও বলেন, সরকার এখন এনআরবিতে ৫০-৫০ গ্র্যাচুইটিতে হোম লোনের ব্যবস্থা করেছে, আমি মনে করি বাংলাদেশিদের জন্যও এ লোন সুবিধা চালু করা উচিত।

সর্বশেষ খবর