শনিবার, ২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নির্বিঘ্নে নববর্ষ উদ্যাপন পুলিশে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ সারা দেশের মানুষ নির্বিঘ্নে উদযাপন করেছেন থার্টিফার্স্ট নাইট। সাধারণ মানুষ র্যাব-পুলিশের কড়া নজরদারির মধ্যেই নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাসে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছেন। অপরাধ বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা ঝুঁকি থাকার পরও শান্তিপূর্ণভাবে থার্টিফার্স্ট নাইট উদযাপন করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তার খাতিরে অসংখ্য চেকপোস্ট, বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ করার যাতনা সহ্য করার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহ্মুদ খান বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার সামর্থ্য র্যাবের রয়েছে। সার্বিকভাবে উত্সবমুখর পরিবেশে থার্টিফার্স্ট নাইটের মতো বিশেষ একটি অনুষ্ঠান উদযাপনের জন্য রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে র্যাবের পর্যাপ্ত ফোর্স মোতায়েন ছিল। তবে বিভিন্ন সড়কে গাড়ি চলাচলে বিধিনিষেধ, রাস্তায় রাস্তায় চেক পোস্টের কারণে কিছুটা ভোগান্তি মেনে নিয়ে সাধারণ জনগণই আমাদের সহায়তা করেছেন। এদিকে গত কয়েক মাসে ধর্মীয় উগ্রপন্থিরা দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন মতাবলম্বীদের ওপর একাধিক হামলা চালানোর কারণে এক ধরনের থ্রেট কাজ করলেও সাধারণ মানুষ শেষ পর্যন্ত একে পাত্তা দেননি। ফলে রাজধানীতে থার্টিফার্স্ট নাইটে মানুষের আনন্দ উচ্ছ্বাসের কমতি ছিল না। কড়া নজরদারির মধ্যে তারা নেচে-গেয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করেন। রাত ১২টা ১ মিনিটে বিভিন্ন এলাকার আকাশ ভরে ওঠে আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায়। বিভিন্ন অভিজাত হোটেলেও জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) নজরুল ইসলাম বলেন, বর্ষবরণ একটি অন্যতম আনন্দের উপলক্ষ। সাধারণ মানুষ আনন্দ করেছে। আমাদের ইন্টিলিজেন্স এবং অপারেশনাল ইউনিটগুলো নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার কারণেই নির্বিঘ্নে দিনটি পার করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে সচেতন নাগরিকদের অংশগ্রহণও একটা বড় বিষয় ছিল।

সর্বশেষ খবর