সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
পৌরসভা নির্বাচন

নৌকা-ধানের শীষেও জামানত বাজেয়াপ্ত

গোলাম রাব্বানী

দীর্ঘদিন পর ধানের শীষ প্রতীকে নির্বাচনী লড়াইয়ে নেমেও বিএনপির ৩৫ প্রার্থী জামানত হারিয়েছেন। নৌকার জয়জয়কারের মধ্যেও জামানত হারিয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী। বর্তমানে ৩৫ পৌরসভায় বিএনপির জনপ্রিয়তা একবারে শূন্যের কোঠায় নেমেছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা।

জানা গেছে, পৌর নির্বাচনের মেয়র পদে বিএনপির পরাজিত দুই শতাধিক প্রার্থীর মধ্যে অন্তত ৩৫ জন জামানত হারিয়েছেন; আওয়ামী লীগের অন্তত দুজন প্রার্থী আছেন এ তালিকায়। নৌকা প্রতীকের যে দুজন জামানত খুইয়েছেন, সে দুটি পৌরসভা বগুড়ার নন্দীগ্রাম ও পাবনার চাটমোহর। নির্বাচনে অংশ নেওয়া বাকি ১৮টি দলের অন্তত ২০০ মেয়র প্রার্থী এবং আড়াইশ’ স্বতন্ত্র প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো প্রাথমিক ফলাফল বার্তা শিট বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, নন্দীগ্রাম ও চাটমোহর পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থীরা এক হাজারের কম ভোট পেয়েছেন। নন্দীগ্রামে ৫ জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মো. রফিকুল ইসলাম পিংকু ৬৯০টি ভোট পেয়েছেন। এখানে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী ৪ হাজার ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চাটমোহরে আওয়ামী লীগ প্রার্থী সাখাওয়াত হোসেন ৭৫৬ ভোট পেয়ে জামানত হারান। এখানে ১০ হাজার ৮৫৯ ভোটের মধ্যে ৮ হাজার ৫৯৭টি ভোট পড়েছে। এই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল ৩ হাজার ৫৩৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী আবদুর রহিম ১ হাজার ২২১ ভোট পেয়েছেন।

সর্বশেষ খবর