মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
মাঠে থাকবে ইসির পর্যবেক্ষক

স্থগিত ৫১ কেন্দ্রে পুনঃভোট আজ

নিজস্ব প্রতিবেদক

অনিয়ম ও গোলযোগের কারণে স্থগিত হওয়া নরসিংদীর মাধবদী পৌরসভার সব কেন্দ্রসহ ২০ পৌরসভার মোট ৫১টি ভোট কেন্দ্রে আজ পুনঃভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রে টানা ভোট গ্রহণ চলবে।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ৮ পৌরসভার ৩৯ ভোট কেন্দ্রে ইসির নিজস্ব কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। মাধবদী ও চৌমুহনী পৌরসভার নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসি সচিবালয়ের উপসচিব পর্যায়ের কর্মকর্তারা মাঠে থাকছেন। তারা গোলযোগ বা অনিয়ম দেখলেই তাত্ক্ষণিক ইসিকে অবহিত করবেন এবং সে অনুযায়ী সংশ্লিষ্টরা ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে পুনঃভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রকম ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব ভোট কেন্দ্রে ব্যালটসহ নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, এসব পৌরসভায় ৭টি মেয়র পদ এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ৭২টি কাউন্সিলর পদে পুনঃভোট হবে। মাধবদী পৌরসভার সব কেন্দ্রেই মেয়র পদে পুনঃভোট হচ্ছে। তবে অন্য পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান স্থগিত কেন্দ্রের ভোটের চেয়ে কম হওয়ায় পুনঃভোট হবে। ইসির দেওয়া তথ্যানুযায়ী, যেসব কেন্দ্রে আজ পুনঃভোট হচ্ছে সেগুলো হলো— কালকিনি পৌরসভার কাষ্টঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ জনারদ্বন্দ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বরুড়া পৌরসভার শিরমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদ কেন্দ্র, চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এন জে উচ্চবিদ্যালয়, আলফাতুন চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসা ও উত্তর গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ভালুকার দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাজিরপুর নুরানি মাদ্রাসা, দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্বপাশের ভবন), গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় (পুরনো ভবন), চৌমুহনী সরকারি এস এ কলেজ (নতুন ভবন), উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। জামালপুর সদর পৌরসভার বানিয়াবাজার উচ্চবিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কালিয়া পৌরসভার পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। কুয়াকাটা পৌরসভার পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরিষাবাড়ী পৌরসভার বাঙ্গালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরকান্দা পৌরসভার নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা (ইসলামিয়া মাদ্রাসা), উলিপুর পৌরসভার নারিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর ভবন) ও উলিপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা। মতলব পৌরসভার মুন্সীগঞ্জ উচ্চবিদ্যালয়, শরীয়তপুর পৌরসভার দক্ষিণ আটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল হাইস্কুল, বেতাগী পৌরসভার পূর্ব বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সৈয়দপুর পৌরসভার গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম উচ্চবিদ্যালয়, ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ঠাকুরগাঁও পৌরসভার ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র, যশোর পৌরসভায় এম এম কলেজ কলাভবন কেন্দ্র ও নরসিংদী সদরের শফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্র। এ ছাড়া মাধবদী পৌরসভার ১২টি ভোট কেন্দ্রের সবগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হয়। ওই দিন অনিয়ম ও গোলযোগের কারণে একটি পৌরসভাসহ অর্ধশতাধিক ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়।

সর্বশেষ খবর