বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

নিজস্ব প্রতিবেদক

পাঁচস্তরের নিরাপত্তার মধ্যদিয়ে শিল্পশহর টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল (শুক্রবার) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব। ১৭ জানুয়ারি রবিবার দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তিনদিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব। আজ থেকে ১৬ জেলা থেকে আগত মুসল্লিরা জেলাওয়ারি খিত্তায় অবস্থান করবেন। জেলাগুলো হল চট্টগ্রাম, কক্সবাজার, পিরোজপুর, পটুয়াখালী, টাঙ্গাইল, জামালপুর, বরিশাল, বি-বাড়িয়া কুড়িগ্রাম, বগুড়া, পাবনা, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা ও কুষ্টিয়া।

এ পর্বেও মুসল্লিদের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী সুর্বণা এক্সপ্রেস শুক্রবার চলাচল করবে এবং টঙ্গী স্টেশনে থামবে। প্রথমপর্বের মতো দ্বিতীয় পর্বেও পুরো এলাকায় পাঁচস্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার বিষয়ে গাজীপুর জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে পুরো ইজতেমা ময়দান। মুসল্লিদের নিরাপত্তায় ময়দান ঘিরে থাকবে ১৫টি ওয়াচ টাওয়ার। এছাড়া বাইনোকুলার, মেটাল ডিটেক্টর দিয়ে সন্দেহভাজন মুসল্লির শরীর তল্লাশি করা হবে। ইজতেমা ময়দানের সব প্রবেশ পথে ক্লোজ সার্কিট ক্যামেরা ও বিভিন্ন পয়েন্টে পর্যবেক্ষণ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ করা  হবে।  ভ্রাম্যমাণ আদালতও  সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে একাধিক মনিটরিং টিম।

সর্বশেষ খবর