বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এবার রিভিউ আবেদন করবেন সাঈদী

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবেন। আবেদনে অভিযোগ থেকে অব্যাহতি ও খালাস চাওয়া হবে। সাঈদীর সঙ্গে কাশিমপুর কারাগারে সাক্ষাৎ শেষে গতকাল তার আইনজীবীরা এ কথা জানিয়েছেন। দুপুরে সাঈদীর সঙ্গে সাক্ষাৎ করতে কাশিমপুর কারাগারে যান আইনজীবী সাইফুর রহমান, ইউসুফ আলী ও মতিউর  রহমান আকন্দ। তাদের সঙ্গে ছিলেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। সাক্ষাৎ শেষে বের হয়ে আইনজীবী সাইফুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাঈদী রিভিউ আবেদন করার কথা বলেছেন। এ বিষয়ে তিনি দিক-নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। রিভিউ আবেদনে তার খালাস চাওয়া হবে। ১২ জানুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। ৩১ ডিসেম্বর সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিলের সংক্ষিপ্ত রায় দেন সুপ্রিমকোর্ট। ওই রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাঈদীকে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত।

সর্বশেষ খবর