শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

মার্কিন টিভির প্রযোজক হলেন বাঙালি তরুণী তাসমিন মাহফুজ

প্রতিদিন ডেস্ক

মার্কিন টিভির প্রযোজক হলেন বাঙালি তরুণী তাসমিন মাহফুজ

মার্কিন এনবিসির মালিকানাধীন ডব্লিউএইচএজি নিউজ চ্যানেলের প্রযোজক ও সংবাদদাতা হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসমিন মাহফুজ। এর মধ্য দিয়ে মূলধারার শীর্ষস্থানীয় মিডিয়ায় বাঙালি প্রজন্মের অবিস্মরণীয় উত্থানের পরিধি প্রসারিত হলো। এনআরবি নিউজ।

তাসমিন এর আগে এবিসি-ফোর ইউটাহ্র সাউদার্ন ইউটাহ ব্যুরো চিফ ছিলেন। ফ্লোরিডার ওয়েস্ট পামবিচের বিশিষ্ট ব্যবসায়ী-সমাজকর্মী আবদুল ওয়াহিদ মাহফুজ এবং সাংস্কৃতিক সংগঠক নাজমুন মাহফুজের কন্যা তাসমিন ইন্টারন্যাশনাল স্টাডিজে গ্র্যাজুয়েশন করেন জর্জিয়ার আটলান্টায় অবস্থিত এমরয় ইউনিভার্সিটি থেকে। একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স করেছেন আইন বিষয়ে। এরপর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দুই বছরের ইন্টার্নশিপ করেছেন জাতিসংঘ সদর দফতরে। ৬ ভাষায় কথা বলতে অভ্যস্ত তাসমিন এখন ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়েস্ট ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যব্যাপী প্রচারিত ডব্লিউএইচএজি নিউজ চ্যানেলের সান্ধ্যকালীন সংবাদ বুলেটিন, অর্থাৎ ৬টা ও ৭টা এবং রাত ১১টার সংবাদ কভার করছেন। একই সঙ্গে বিশেষ এসাইনমেন্টও থাকছে প্রতিদিনের কভারেজের সঙ্গে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিডিয়া জগতে বাংলাদেশি বংশোদ্ভূত তাসমিনের ভূমিকা ক্রমান্বয়ে প্রশংসিত হওয়ায় তার মা-বাবাসহ কমিউনিটির সুধীরাও আপ্লুত। তবে তাসমিন নিজেকে বিশেষ কোনো গোত্র বা অঞ্চলের মধ্যে আটকে রাখতে চান না। তিনি নিজেকে বিশ্বের নাগরিক হিসেবে গণ্য করেন এবং মানবতার কল্যাণে সাংবাদিকতাকে প্রাধান্য দিচ্ছেন।

সর্বশেষ খবর