মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
পুলিশি নির্যাতন

ডিএসসিসি কর্মচারীদের ৩ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্রকে শারীরিকভাবে নির্যাতনকারী পুলিশ সদস্যদের তিন দিনের মধ্যে চাকরিচ্যুত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডিএসসিসির শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।  গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তারা এ হুঁশিয়ারি দেন। দাবি মানা না হলে ঢাকা শহরের ময়লা অপসারণ ও রাস্তার সব বাতি বন্ধ করে দেওয়া হবে। শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে গত বৃহস্পতিবার ভোরে পুলিশ অন্যায়ভাবে শারীরিক নির্যাতন করেছে। এর আগেও পুলিশ অন্যায়ভাবে প্রকৌশলী মাজেদের ওপর হামলা করেছিল। ঐক্য পরিষদের সদস্য সচিব আবদুল লতিফ বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই হামলাকারীদের শাস্তির আওতায় না আনলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আবদুর রশিদ, মো. ইব্রাহীম, মুস্তাফিজুর রহমান, আবদুস সাত্তার, মো. শাজাহান প্রমুখ।

সর্বশেষ খবর