বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

মাঘে বৃষ্টি, বেড়েছে শীত

নিজস্ব প্রতিবেদক

মাঘে বৃষ্টি, বেড়েছে শীত

মাঘ মাসের সাত দিন পার হলেও ছিল না ‘বাঘ পালানো’ শীতের তীব্রতা। রাজধানীতে তো গত কয়েক দিন মনে হয়েছে ‘লেপ তাড়ানো’ শীতের কথা। অনেকে জানিয়েছেন, গভীর রাতেও লাগেনি লেপ-কম্বল; কাঁথাতেই চলেছে তাদের। তবে গতকাল রাজধানীসহ দেশের অনেক এলাকায় বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। অনেক এলাকায় শীতও জেঁকে বসেছে। আবহাওয়া অধিদফতর মনে করছে— আগামী কয়েক দিনে দেশব্যাপী জেঁকে বসতে পারে শীত। কোনো কোনো এলাকায় হতে পারে ‘মাঘের শীতে বাঘ পালানোর’ দশাও। কারণ জানুয়ারির শেষ দিকে (মাঘ মাসের মাঝামাঝি) বইতে পারে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, পুবালি লঘুচাপ আর আরব সাগর থেকে ভেসে আসা প্রচুর মেঘের কারণে দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হচ্ছে; বিরাজ করছে ঘন কুয়াশাও। গতকাল ঢাকা, রাজশাহী, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছী, তাড়াশ, রংপুর, দিনাজপুর,  সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, টাঙ্গাইল, নেত্রকোনা ও ময়মনসিংহে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ঘন কুয়াশা বিরাজ করেছে ঢাকায়ও। বেলা ১১টার দিকে একটু  রোদেলা পরিবেশের আভাস মিললেও কুয়াশার কারণে দেখা  মেলেনি সূর্যের। বৃষ্টির কারণে খুলনায় বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি ম্যাচও বন্ধ ছিল কিছুক্ষণ। একজন আবহাওয়াবিদ বলেন, বাতাসে আর্দ্রতা বেশি হওয়ায় (৮১ শতাংশ) ও পুবালি লঘুচাপের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় মঙ্গলবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ?শুরু হয়। গতকালও বৃষ্টি হয়েছে। এর প্রভাবে রাতে কোথাও কোথাও তাপমাত্রা ১-৩ ডিগ্রি  সেলসিয়াস কমতে পারে। আজও এমন আবহাওয়া বিরাজ করতে পারে। তবে এখন কোথাও শৈত্যপ্রবাহ নেই। আজ রাত থেকে তাপমাত্রা কমবে। আজ থেকে কয়েক দিন জেঁকে বসতে পারে শীত। কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে  যেতে পারে। স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে বঙ্গোপসাগরে। পুবালি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আজ রাজশাহী বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। গতকাল মধ্যরাত থেকে আজ সারা দেশের কোথাও কোথাও মাঝারি  থেকে ঘন কুয়াশা পড়তে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের অধিকাংশ এলাকায় ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সারা দেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদফতর।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর