বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নালিতাবাড়ীতে অস্ত্র গোলাবারুদ উদ্ধারের ঘটনায় মামলা

শেরপুর ও নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গারো পাহাড় এলাকায় সোমবার বিপুলসংখ্যক গোলাবারুদ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ডিএডি মামুনুর রশিদ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় গতকাল রাতে অস্ত্র আইনে মামলাটি করেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। পাহাড়ের ঢালে বসবাসকারী গারো পরিবারের লোকজন দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন। পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বরুঙ্গা কালাপানি চ্যাংবের টিলা এলাকা থেকে র‌্যাব-৫ ও সদর দফতরের সদস্যরা অভিযান চালান। এ সময় তারা ভারী মেশিনগান ও সাব-মেশিনগানের ৪৮ হাজার ২৫৭টি গোলাবারুদ, বিমানবিধ্বংসী অস্ত্র ও দুটি ব্যারেল, ৭.৬২ মিলিমিটারের দুটি পিস্তল ও এর গুলি, একটি বিমানবিধ্বংসী অস্ত্রের বেজ, দুটি স্নাইপার রাইফেল, পাঁচটি টেলিস্কোপ, দুটি ভারী মেশিনগান, ভারী মেশিনগানের পাঁচটি ব্যারেল, একটি সাব-মেশিনগান এবং ১৯টি ম্যাগাজিন উদ্ধার করেন। এ ছাড়া ১১টি ওয়াকিটকিসহ যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে সোমবার র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ডিএডি মামুনুর রশিদ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ/এফ ধারায় মামলা করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী। গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, র‌্যাব-১৪-এর দুটি গাড়ি এলাকায় টহল দিচ্ছে। পাহাড়ের ঢালে গারো পরিবারগুলোর লোকজন কাজে ব্যস্ত রয়েছেন। তবে এত গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার নিয়ে তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। তারা জানান, চ্যাংবের টিলায় কাজ ছাড়া কেউ চলাচল করে না। রাখালরা শুধু গরু চড়াতে যায়। এ ঘটনার পর থেকে কেউ ওই পাহাড়ে যাচ্ছে না। হুসনা মারাক (৩৫) বলেন, ‘অস্ত্র উদ্ধারের পর থাইকা রাতে ঘুমাইতে পারি নাই। ১৭ বছর ধরে পাহাড়ের ঢালে আছি। কখনো কাউকে এ ধরনের কাজ করতে দেখি নাই। বাড়ির কাছে এতগুলা অস্ত্র মাটির নিচে থাইকা উদ্ধার করা অইলো। এই চিন্তায় রাইতে এইখানে পরিবারের লোকজন ঠিকমতো ঘুমাইবার পাই নাই। আমরা ভয়ের মধ্যে আছি।’ বন বিভাগের শমশ্চুড়া বিট কর্মকর্তা ইলিছুর রহমান বলেন, ‘আমরা নিয়মিত এলাকা পরিদর্শন করে থাকি। চ্যাংবের টিলায় এখনো কোনো গর্ত চোখে পড়েনি।’ নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসাইন বলেন, গতকাল রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। তদন্ত করা হবে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর