বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সেফহোমে আশ্রিতাকে ধর্ষণ, দুই পুলিশের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বায়া সেফহোমে এক আশ্রিতাকে পুলিশের সহায়তায় ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা হয়েছে। সোমবার বাদীর পক্ষে এ মামলা দায়ের করেন আইনজীবী জালাল উদ্দিন। মামলায় আসামি করা হয়েছে পুলিশের কনস্টেবল মাসুদ রানা, কনস্টেবল খোরশেদা ও ধর্ষক জয়নালকে। আইনজীবী জালাল উদ্দিন গতকাল জানান, আদালত-১-এর বিচারক মনসুর আলমের আদালতে মামলাটি দায়ের হয়েছে এবং আদালত মামলার বিষয় তদন্তের  জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন। মামলার ঘটনায় বলা হয়েছে, পুঠিয়ার জিউপাড়ার ওই ভিকটিম ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর থেকে বায়া সেফহোমে আছেন। গত ২০ জানুয়ারি হাজিরা দেওয়ার জন্য তাকে আদালতে নেওয়া হয়। হাজিরা শেষে  ভিকটিমকে কনস্টেবল মাসুদ রানা ও খোরশেদাসহ কয়েকজন অজ্ঞাতনামা কনস্টেবলের সহযোগিতায় নগরীর বোলনপুর এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে ২০ জানুয়ারি আসামি পুঠিয়ার জিউপাড়ার জয়নাল ভিকটিমকে ধর্ষণ করেন। একইভাবে আরও এক দিন তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিম লিখিত অভিযোগ করলে ২৪ জানুয়ারি সেফহোমের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেন। পরে ৪ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে ভিকটিমের বাবা রাজপাড়া থানায় মামলা দায়ের করতে যান। কিন্তু থানার অফিসার ইনচার্জ এ মামলা গ্রহণে অপারগতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর