বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ধরা পড়েনি মূল আসামিরা আটক দুজন জামিনে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ধরা পড়েনি মূল আসামিরা আটক দুজন জামিনে

রাজশাহীর পবায় দুই কিশোর জাহিদ ও ইমনের ওপর নির্যাতনের ঘটনায় মামলা হলেও এখনো মূল হোতাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার পর আটক আজিজুল ইসলাম ও তার ছেলে উজ্জ্বল গতকাল জামিন পেয়েছেন। পলাতক রয়েছে আসামি নাসির হোসেন, সাগর, পলাশ, সামদী, মাসুম, কমল, আবদুর রাজ্জাক, অনিক হোসেন, ফজলুর রহমান, বারিক ও রাকিব।

এদিকে নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে গতকাল সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দুপুর ১২টায় পবার দুয়াড়ী এলাকায় রাজশাহী-তানোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এর আগে পবার দুয়াড়ী এলাকায় সমবেত হয় জাহিদের বাকশারা স্কুলের শত শত শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দেন এলাকাবাসীরাও। এ সময় বিভিন্ন স্নোগান আর ব্যানার নিয়ে শিক্ষার্থীরা কিশোর জাহিদ এবং ইমনের ওপর নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবি জানায়। তবে মামলায় আটক আজিজুল ইসলাম ও তার ছেলে উজ্জ্বল জামিন পেয়েছে। গতকাল দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তারা জামিন পান। এজাহারভুক্ত অন্য সাত আসামি জামিনের আবেদন করলেও আদালতে হাজির হননি। রাজশাহী আদালতে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন জানান, শিশু নির্যাতনের ধারায় মামলা হয়নি। এ কারণে আদালত জামিন দিয়েছেন। উল্লেখ্য, শুক্রবার সকালে পবার চৌবাড়িয়া এলাকার ফজলুর রহমানের ছেলে রাকিবের একটি মোবাইল ফোন চুরি হয়। ওই ফোন চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে শিশু জাহিদ ও ইমনকে ঘরে আটকে রেখে তাদের ওপর নির্মমভাবে নির্যাতন চালানো হয়। এদিকে শিশু নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলাটি শিশু আদালতে স্থানান্তর করা হয়েছে। গতকাল সিনিয়র জুডিশিয়াল আদালত থেকে মামলাটি শিশু আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন আদালতের এপিপি রাশেদ উন নবী আহসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর