বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
অভিজিৎ হত্যাকাণ্ড

কিলিং মিশনের একজন গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞান লেখক ড. অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে হাদি নামে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত সোমবার যশোর থেকে তাকে আটক করা হয়। হাদি নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তবে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার গতকাল এ প্রতিবেদককে বলেন, ‘অভিজিৎ হত্যা মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় সম্প্রতি কেউ গ্রেফতার হয়েছেন বলে আমার জানা নেই।’ ডিবি সূত্র জানায়, গত শুক্রবার রাতে বাড্ডার সাঁতারকুল এলাকার একটি জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার কামাল ওরফে শাহীন (২৬) ও শাহ আলম ওরফে সালাউদ্দিনের (৩০) কাছ থেকে হাদির ব্যাপারে তথ্য পায় ডিবি পুলিশ। পরে যশোর থেকে আটক করা হয় হাদিকে। সে কিলিং মিশনে অংশ নিয়েছিল।  প্রসঙ্গত, গত বছর ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে ফেরার পথে অভিজিৎ রায়কে ধারালো অস্ত্রাঘাতে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার স্ত্রী রাফিদা আক্তার বন্যাও অস্ত্রাঘাতে আহত হন। এ ঘটনায় পরদিন শাহবাগ থানায় মামলা করেন অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায়।

সর্বশেষ খবর