বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
মগবাজার-মৌচাক

চলছে খোঁড়াখুঁড়ি, ভয়ঙ্কর বৈদ্যুতিক ঝালাই

রাজধানীর মগবাজার-মৌচাক রাস্তায় নির্মাণ করা হচ্ছে ফ্লাইওভার। এর দুই পাশে সর্বোচ্চ একটি করে গাড়ি চলাচলের মতো ব্যবস্থা রয়েছে। রিকশা চলাচলের জন্য আলাদা কোনো লেন নেই। বাস-প্রাইভেট কারের সঙ্গে রিকশাও চলে এক লাইনে। এই সরু সড়কেই রাস্তার ওপর চলছে আবার খোঁড়াখুঁড়ি। কোথাও কোথাও ফ্লাইওভারের জন্য আবার কিছু জায়গা অজ্ঞাত কারণে খুঁড়ে রাখা হয়েছে। ফলে গাড়ি চলাচলে দায় হয়ে পড়েছে। সড়কটিতে যানজট থাকে দিনের অধিকাংশ সময়ই। এ ছাড়াও নিরাপত্তার ব্যবস্থা না রেখে বৈদ্যুতিক ঝালাই দেওয়ায় ওপর থেকে আগুনের ফুলকি পড়ছে চলন্ত গাড়ি ও পথচারীদের ওপর। রাস্তা খোঁড়াখুঁড়ি থেকে শুরু করে নির্মাণসামগ্রী রাস্তার ওপর রাখায় পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। উন্নয়ন কাজ ও খোঁড়াখুঁড়ির এ অব্যবস্থাপনার ফলে প্রতিনিয়ত রাস্তায় সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। এ ছাড়া ড্রেন থেকে মাটি তুলে পাশে রাখার ফলে তৈরি হচ্ছে ধুলা। এসব ধুলা পড়ছে মানুষের শরীরে। প্রবেশ করছে নাকে-মুখে। বলা যায় ধুলার নগরীতে পরিণত হয়েছে ঢাকা।

সরেজমিন দেখা যায়, রাজধানীর মালিবাগ রেলগেট থেকে রামপুরা বাজার পর্যন্ত সড়কেও চলছে খোঁড়াখুঁড়ি। বেইলি রোড থেকে পরীবাগ পর্যন্ত রাস্তায়ও খোঁড়াখুঁড়ি করা হয়। সম্প্রতি প্রবাসী কল্যাণ ভবনের সামনে কথা হয় সোলায়মান হোসেন নামে এক দোকানির সঙ্গে। তিনি জানালেন, গত কয়েকদিন ধরে খোঁড়াখুঁড়ির কারণে রাস্তায় ধুলার সৃষ্টি হয়েছে। আজাদুর রহমান নামে এক রিকশাচালক বলেন, কিছুদিন আগেও এই রাস্তায় তেমন একটা যানজট ছিল না। কিন্তু রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। মগবাজার ওয়্যারলেস গেট থেকে পরীবাগে আসতে আগে ১৫ থেকে ২০ মিনিট লাগলেও এখন ঘণ্টারও বেশি সময় লাগছে। ফলে আগের ভাড়ায় আমাদের পোষায় না। এ ছাড়াও রাজধানীর মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রামপুরা, মগবাজার ওয়্যারলেস, ইস্কাটন, সাতরাস্তা এলাকার মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। একদিকে ফ্লাইওভারের নির্মাণসামগ্রী রাখা অন্যদিকে সড়কের অর্ধেকেরও বেশি অংশ কেটে চলছে ওয়াসার সুয়ারেজ লাইন স্থাপনের কাজ। ফলে এই সড়কটিতে এখন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে। এলাকা দিয়ে যাতায়াতকারী যানবাহন ও মানুষের জীবন হয়ে উঠছে দুর্বিষহ। মগবাজার থেকে মধুবাগ ব্রিজ পর্যন্ত রাস্তায় খোঁড়াখুঁড়ি চোখে না পড়লেও ভাঙাচোরা থাকায় পাইভেট কার, রিকশার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সর্বশেষ খবর