শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
অভিজিতের বাবার প্রশ্ন

সত্যিই কি বিচার পাব?

নিজস্ব প্রতিবেদক

গত বছর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে খুন হওয়া মুক্তমনা লেখক ড. অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় বলেছেন, ‘একজন ক্ষতিগ্রস্ত পিতা হিসেবে বিচার নিয়ে আশার জায়গা ক্রমে সংকুচিত হয়ে আসছে।’ তিনি বিবিসি বাংলাকে  দেওয়া এক সাক্ষাত্কারে এ সংশয় প্রকাশ করেছেন।

অজয় রায় বলেন, ‘সত্যিই কি আমি অভিজিৎ হত্যার বিচার পাব? আমাদের দেশে আজ বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠছে, এটা বিপজ্জনক। তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।’ গত এক বছর ধরে ছেলের হত্যাকাণ্ডের বিচার চেয়ে অভিজিৎ রায়ের বাবা এখন ক্লান্ত। ছেলের হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি কতটুকু হয়েছে— সেটি জানতে তিনি বারবার গিয়েছেন গোয়েন্দা অফিসে। কিন্তু বিচার নিয়ে আশাবাদী হওয়ার মতো কোনো উত্তর পাননি অজয় রায়। তিনি বলেন, ‘তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ার পেছনে দুটি কারণ থাকতে পারে। হয়তো তদন্তের বিষয়ে তদন্তকারীদের অনীহা রয়েছে, নতুবা তদন্ত কাজে তারা অদক্ষ।’ এদিকে খুন হওয়া মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে এবারের বইমেলা স্মরণ করল এক মিনিট নীরবতায়। বাংলা একাডেমির আয়োজনে গতকাল বিকাল ৪টা থেকে মূলমঞ্চ ও মেলা প্রাঙ্গণে নীরবে দাঁড়িয়ে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে স্মরণ করা হয়। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিৎ রায় ছিলেন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা। গত বছর বইমেলা চলাকালে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে দেশে ফিরে ২৬ ফেব্রুয়ারি খুন হন তিনি। বইমেলা থেকে ফেরার পথে সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন অভিজিৎ। তার স্ত্রী বন্যাও সন্ত্রাসীদের চাপাতির আঘাতে আঙ্গুল হারান। অভিজিতের স্মরণে মূলমঞ্চের আলোচনা সভার আগে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দেন। এরপর মঞ্চে ও এর সামনের দর্শক-শ্রোতারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তথ্যকেন্দ্র থেকে একই ঘোষণা দিলে সেখানেও এক মিনিট নীরবতা পালন করা হয়। অবশ্য বাংলা একাডেমি কর্তৃপক্ষ আগে থেকে না জানানোয় অনেকেই এ কর্মসূচিতে অংশ নিতে পারেননি বলে প্রকাশকদের অনেকেই অভিযোগ করেছেন।  এদিন মূল মঞ্চের সামনে দুই পাশে অভিজিৎ হত্যাকাণ্ডের বিচার চেয়ে দুটি ব্যানার টানানো হয়। তাতে লেখা ছিল— ‘গত বছরের এই দিনে অভিজিৎ রায়ের নিষ্ঠুর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।’

সর্বশেষ খবর