শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
ভোট রঙ্গ

শুধু মা-ছেলে প্রার্থী

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলায় রাঢ়ীপাড়া ইউনিয়নে শুধু মা-ছেলেই চেয়ারম্যান প্রার্থী। মা তাসলিমা বেগম পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন। আর ছেলে মেহেদি হাসান বাবু মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে লড়ছেন!

এ ইউনিয়নে মা-ছেলের ভোটের লড়াই এখন সবার মুখে মুখে। তবে মেহেদি হাসান অভিযোগ করেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দিচ্ছেন তার মা ও বাবা উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান মাহফুজুর রহমান। তিনি আরও বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতি করে এলেও দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আর দল মনোনয়ন দিয়েছে তার মাকে। বুধবার মনোনয়নপত্র বাছাই শেষে রাঢ়ীপাড়া ইউনিয়নে এখন কেবল মা-ছেলেই প্রার্থী। ২ মার্চের মধ্যে মেহেদি প্রার্থিতা প্রত্যাহার করে নিলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেন তাসলিমা বেগম। মেহেদির অভিযোগ, ১৫ বছর ধরে এ ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতি করেন তিনি। এ বছর তাকে মনোনয়ন দেওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন তার বাবা। এমনকি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছিল। তার অভিযোগ, এখন মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তার দুই মেয়েকে জিম্মি করার চেষ্টা হচ্ছে। অবশ্য ছেলের এসব অভিযোগ অস্বীকার করেছেন মেহেদির মা তাসলিমা বেগম ও বাবা উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান। তারা বলেন, তাদের ছেলের মাথা নষ্ট হয়ে গেছে। তাই নির্বাচনে দাঁড়িয়েছেন। প্রাপ্ত তথ্যানুযায়ী, বাগেরহাটের ৭৪ ইউনিয়নের মধ্যে ১৯টিতে কেবল আওয়ামী লীগের একক প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। এ ছাড়া আরও ৫-৬টি ইউনিয়নেও প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। ৩২ ইউনিয়নে বিএনপি কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে পারেনি।

সর্বশেষ খবর