সোমবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

হবিগঞ্জে যুবসংহতি নেতাকে টুকরো টুকরো করে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে অপহরণ করে হত্যার রেশ কাটতে না কাটতেই আবারও নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। উপজেলার মিরপুর ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. রফিক মিয়াকে হত্যা করে রেল লাইনে লাশ রেখে যায় দুষ্কৃতকারীরা। পরে ট্রেনে কাটা পড়ে লাশটি। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের চাচা আবুল কালাম ও জাহির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথে হবিগঞ্জের বাহুবল উপজেলার বারোআউলিয়া নামক স্থান থেকে ট্রেনে কাটা পড়া রফিক মিয়ার ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়। এ সময়  সেখানে শত শত লোকের সমাগম ছিল। এর আগে ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাড়ি থেকে রফিক মিয়া নিখোঁজ হন। গতকাল ভোরে রফিক মিয়ার বাড়ির সামনে রক্তের দাগ, গেঞ্জি, কুড়াল ও লুঙ্গি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসব উদ্ধার করে। মো. রফিক মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। এ ব্যাপারে নিহতের স্ত্রী তাসলিমা আক্তার (২৭) অভিযোগ করে বলেন, তার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে রেল পথে লাশ ফেলে রাখা হয়। তিনি জানান, তিন মাস ধরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে চাচা (নিহত রফিক মিয়ার চাচা) কালাম, জাহির, হাসিম গংদের সঙ্গে। এর জের ধরে তারা আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।

সর্বশেষ খবর