মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

বৃক্ষমানবের সুস্থতায় হবে ১৫ অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক

বৃক্ষমানবের সুস্থতায় হবে ১৫ অস্ত্রোপচার

বৃক্ষমানব আবুল বাজনদারকে পুরোপুরি সুস্থ করে তুলতে আরও ১৫ বার অস্ত্রোপচার করতে হবে। আর এ জন্য সময় লাগবে ছয় মাস থেকে এক বছর। ইতিমধ্যেই তার ডান হাতে দুবার সফল অস্ত্রোপচার হয়েছে। আগামী ১৫ দিন পর তৃতীয় অস্ত্রোপচার করা হবে বলে সিদ্ধান্ত  নিয়েছে আবুল বাজনদারের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা চলছে খুলনার তরুণ আবুল বাজনদারের। বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সামন্ত লাল সেন গতকাল জানান, আবুল বাজনদারের ডান হাতের অবস্থা ভালো আছে। ইতিমধ্যে তিনবার ড্রেসিং করা হয়েছে। আগামী ১৫ দিন পর বাম হাতে অস্ত্রোপচার করা হবে বলে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আবুলের দুই হাতে প্রায় ১০ কেজি ওজনের আঁচিল, পায়েও প্রায় কাছাকাছি। দেখে মনে হয় হাত-পা থেকে গাছের শাখা-প্রশাখা গজিয়েছে। বিরল এ রোগের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও ‘ট্রি ম্যান’ বা ‘বৃক্ষমানব’ নামে পরিচিত হয়ে গেছেন তিনি। এক সময় বাবার সঙ্গে ভ্যান চালিয়ে সংসারের আর্থিক জোগানে সহযোগিতাকারী আবুল ছিল পরিবারের বোঝা, খেতে হয় অন্যের হাতে। গত ১০ বছর ধরে এ রোগে আক্রান্ত আবুল এ বছর জানুয়ারিতে খুলনা থেকে এসে ঢাকা মেডিকেলে ভর্তি হলে তার এ রোগের কথা আলোচনায় আসে। গত ৪  ফেব্রুয়ারি আবুলকে দেখতে হাসপাতালে গিয়ে তার চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলে ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ২০ ফেব্রুয়ারি ডান হাতে অস্ত্রোপচার করে আবুল বাজানদারের চিকিৎসার জন্য গঠিত নয় সদস্যের মেডিকেল বোর্ড। শনিবার দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করা হয়। এদিন ডান হাত থেকে কিছু শিকড়ের মতো অংশ সরিয়ে ফেলা হয়। দুটি ক্ষেত্রেই দায়িত্বে ছিল চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বেঞ্চ।

সর্বশেষ খবর