বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সৌমিত্রের আবৃত্তিতে অন্যরকম সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক

সৌমিত্রের আবৃত্তিতে অন্যরকম সন্ধ্যা

ছাত্রজীবনের উচ্ছল তারুণ্যদীপ্ত দিনগুলোয় গার্লফ্রেন্ডের সঙ্গে সারা দিন ব্যাডমিন্টন খেলতেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার সঙ্গে চার বছরের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে এ তথ্যটি জানালেন বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক। গত সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্মৃতিচারণা করেন তিনি। প্রবাদপ্রতিম আবৃত্তিশিল্পী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র কাজী সব্যসাচীর ৩৭তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। ১৯২৯ সালের ৯ অক্টোবর জন্ম নেওয়া আবৃত্তি অঙ্গনের এ কিংবদন্তি ১৯৭৯ সালের ২ মার্চ মারা যান। তাকে স্মরণ করে প্রথমবারের মতো দেওয়া হয়েছে কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার ২০১৬। সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূলমঞ্চে এ পুরস্কার প্রদানের আয়োজন করে কাজী সব্যসাচীর পরিবার। এবার এ পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত আবৃত্তিশিল্পী ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী কাজী আরিফ। স্বাগত বক্তব্য দেন কাজী সব্যসাচীর কন্যা খিলখিল কাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামান। সভাপতি ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক এবং নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইমেরিটাস রফিকুল ইসলাম। আলোচনা ও পুরস্কার প্রদানের পর ছিল সাংস্কৃতিক আয়োজন। আবৃত্তি করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, কাজী আরিফ, ভাস্বর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক-শ্রোতারা কাটান অন্যরকম এক সন্ধ্যা।

সর্বশেষ খবর