শনিবার, ৫ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাসী ‘চান্দা মামুন’কে ধরে পুলিশে দিলেন রূপগঞ্জের এমপি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মামুনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক। শুক্রবার দুপুরে রূপসী এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রূপসী এলাকার চান মিয়ার ছেলে মামুন চাঁদাবাজির জন্য কুখ্যাত। তাই তাকে ‘চান্দা মামুন’ বলা হয়। তার সন্ত্রাসী বাহিনীর লোকরা সাধারণ ও নিরীহ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে চাঁদা আদায় করে। এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, জুয়ার আসর বসায়। সাধারণ মানুষ জমি কিনে বাড়ি নির্মাণ করতে গেলে এ বাহিনীকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে হামলা ও হত্যার হুমকি। মানুষ এ বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে। স্থানীয় পোশাক কারখানার নারী শ্রমিকদের ওপর তাদের জুলুম চলছেই।

অভিযোগ রয়েছে, গত দুই দিনে স্থানীয় জয়নাল আবেদীনের কাছ থেকে ১৫ হাজার, গোলাপী বেগমের কাছ থেকে ৮ হাজার, আবদুর রশিদের কাছ থেকে ৫ হাজার, চা দোকানদার দিলদারের কাছ থেকে ৪ হাজার, বাবুল মিয়ার কাছ থেকে ৮ হাজার, সুরুজ মিয়ার কাছ থেকে ৫০ হাজার, খোরশেদ মিয়ার কাছ থেকে ৬ হাজার টাকা নেয়। এ ছাড়া চাঁদা না দেওয়ায় মুসা ও হানিফ নামে দুজনকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এতে বিক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার দুপুরে রূপসী কলাবাগানসহ আশপাশের এলাকার শত শত নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে চান্দা মামুন বাহিনীর বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ করে। বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চান্দা মামুন বাহিনীর অন্যতম সদস্য রিপন ও আশরাফুল নামে দুই চাঁদাবাজকে আটক করে। পরে এলাকাবাসী গাজী গোলাম দস্তগীর এমপির কাছে গিয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্য নিজে চান্দা মামুনকে আটক করে পুলিশে দিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজসহ অপরাধীদের কোনো ছাড় নেই। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, চান্দা মামুনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর