মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা
মাজারে জোড়া খুন

জেএমবির সুজনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার মাজারে ঢুকে ল্যাংটা ফকিরসহ দুজনকে খুনের মামলায় এক জেএমবি সদস্যকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। দুটি অভিযোগপত্রেই আসামি করা হয়েছে জেএমবি সদস্য মো. সুজন ওরফে বাবুকে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

গতকাল চট্টগ্রাম মহানগর আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন নগর গোয়েন্দা পুলিশের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, দুটি মামলায় পৃথকভাবে অভিযোগপত্র আদালতের সাধারণ নিবন্ধন শাখায় জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে আদালতে তা দাখিল করা হবে। জানা যায়, ইসলামবিরোধী অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গতবছরের ৪ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার মাজারে ঢুকে ল্যাংটা ফকিরকে খুন করা হয়। এ সময় তাকে রক্ষা করতে এসে আবদুল কাদের নামে আরও একজন খুন হন। ৫ অক্টোবর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকা থেকে জেএমবি সদস্য সুজনকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। আটকের পর সুজন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানায় নগর গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ খবর