মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা
কৃষি সংবাদ

কৃষকের হাসি কুমিল্লায় টমেটোর ফলনে

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কৃষকের হাসি কুমিল্লায় টমেটোর ফলনে

কুমিল্লায় টমেটোর ফলনে কৃষকরা দারুণ খুশি। এবারও বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম মিলছে ভালো। জানা গেছে, বুড়িচং, চান্দিনা ও দাউদকান্দি উপজেলায়     সবচেয়ে বেশি ফলন হয়েছে। সরেজমিন টামটা গ্রামে দেখা গেছে, টমেটো তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। এ নিয়ে কৃষকরা রয়েছেন উত্সবের আমেজে। দেখা গেছে, খেতের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে আছে পাইকারি ব্যবসায়ীদের অনেক পিকাপ ভ্যান। মাঠ থেকে কৃষকরা সারি বেঁধে লাল টমেটোর ঝুড়ি মাথায় নিয়ে মহাসড়কের পাশে এনে রাখছেন। তারপর ওজন করে পাইকারি ব্যবসায়ীদের বুঝিয়ে দিচ্ছেন। টামটা গ্রামের কৃষাণী রেখা বেগম (৬৫) জানান, তার স্বামী মারা গেছেন। চার ছেলে নিয়ে সবজির চাষ করে সংসার চালান। প্রতি বছর বাঙ্গি, খিরা, শসা এবং টমেটো চাষ করেন। এবার এক একরের বেশি জমিতে টমেটোর চাষ করেছেন। খরচ হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। এ পর্যন্ত আড়াই লাখ টাকার টমেটো বিক্রি হয়েছে। আরও ৬০-৭০ হাজার টাকার টমেটো বিক্রি করতে পারবেন। এবার ফসল ভালো হওয়ায় তিনি খুশি। স্থানীয় আদমপুর গ্রামের কৃষিবিদ মতিন সৈকত বলেন, এখানে মানুষ সবজি চাষ করেই স্বাবলম্বী হয়েছেন। তারা জমিতে কীটনাশক কম ব্যবহার করেন। প্রাকৃতিক উপায়ে ক্ষতিকর পোকা ও পাখি তাড়ান। দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ উদ্দিন আহমেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর ফলন ভালো হয়েছে। দাউদকান্দিতে এবার ৫৭০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে।

সর্বশেষ খবর