শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা
কৃষি সংবাদ

হাওরে করলা ও চিচিঙ্গা চাষ

সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ

হাওরে করলা ও চিচিঙ্গা চাষ

বোরো ধানই কিশোরগঞ্জের হাওরের একমাত্র ফসল হিসেবে এতদিন পরিচিত ছিল। এ ধান ফলানোর পর অনেক জমি পতিত থাকত। ইদানীং এসব জমিতে আলু ডাঁটাসহ কিছু কিছু সবজির আবাদ হচ্ছে। তবে এগুলোতে কৃষকরা খুব একটা লাভের মুখ দেখেননি। কিন্তু করলা ও চিচিঙ্গার চাষ তাদের মাঝে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) হিলিপ প্রকল্প থেকে হাওরের বেশ কজন কৃষককে করলা ও চিচিঙ্গা চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর পর ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের কয়রাকান্দা গ্রামে করলা ও চিচিঙ্গা চাষ শুরু করেন কৃষকরা। কয়রাকান্দা গ্রামের কৃষক চন্দ্র মোহন ২৫ শতাংশ জমিতে করলা এবং ২০ শতাংশ জমিতে চিচিঙ্গার আবাদ করেছেন। ফলন ভালো হয়েছে। সেক্স ফেরোমন পদ্ধতি অবলম্বন করায় কীটনাশক ব্যবহার করতে হয়নি। ফলে এই সবজিগুলো বিষমুক্ত হওয়ায় চাহিদা প্রচুর। প্রতিদিন ভালো দামে বিক্রি করছেন এবং নিজেরাও প্রতিদিন খাবারের জন্য রাখছেন। চন্দ্র মোহন জানান, আগে এ জমিতে আলু চাষ করতেন। এতে তেমন লাভ হতো না। এবার করলা ও চিচিঙ্গা চাষ করায় বেশি লাভ হচ্ছে। আগামীতে আরও বেশি জমিতে এসব চাষ করবেন। শুধু চন্দ্র মোহনই নয়, কয়রাকান্দা গ্রামের লতি মোহন মণ্ডল, নারায়ণ সরকারসহ বেশ কয়েকজন কৃষক করলা ও চিচিঙ্গা চাষ করেছেন। চন্দ্র মোহনের মতো তারাও লাভবান হচ্ছেন। এ কারণে সব কৃষকের মাঝেই এখন করলা ও চিচিঙ্গা চাষে আগ্রহ তৈরি হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর