সোমবার, ১৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিত্তবানরা এগিয়ে এলে যানজট কমবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য স্কুলবাস দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সমাজের বিত্তবানরা যদি স্কুলে বাস উপহার দেন তাহলে শিক্ষার্থীদের আসা-যাওয়ার যেমন সুবিধা হবে, তেমনি রাজধানীর প্রাইভেটকারের ওপর চাপ কমে যাবে, কমে  যাবে যানজটও। গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শেখ ফজিলাতুননেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে আল্ট্রাসনোগ্রাম মেশিন এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি স্কুলে সাতটি স্কুলবাসের চাবি হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী এ সময় একটি বাসে উঠে এর বিভিন্ন বিষয় ও গুণগত মান পর্যবেক্ষণ করেন। স্কুল দুটির অধ্যক্ষ প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন বাসের চাবি গ্রহণ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রী আমদানিকৃত বাসগুলোর গুণগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গুণগতমানসম্পন্ন বাস আমদানির দিকে লক্ষ্য রাখতে হবে। যাতে করে মানুষের ভ্রমণটা আরও আরামদায়ক হয়। প্রধানমন্ত্রী এ সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে বলেন, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, সেভাবেই সব সময় আমাদের মাথা উঁচু করে চলতে হবে। প্রধানমন্ত্রী তার সরকারের মেয়াদে দেশের বিদ্যুৎ খাতের প্রভূত উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপের ফলে দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১৪ হাজার ৬০০ মেগাওয়াট। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও ভুটানকে নিয়ে আমরা ‘ট্রান্সবাউন্ডারি ইলেকট্রিসিটি’ সিস্টেম করেছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, সচিব সুরাইয়া বেগম, স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ খান, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিটল নিলয় গ্রুপ এই ৭টি বাস অনুদান হিসেবে প্রদান করে। এর প্রতিটির আসন সংখ্যা ৩৫। যার ৪টি বাস বিজিবি পরিচালিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ স্কুল ও কলেজকে এবং ৩টি বিজিবি পরিচালিত অপর প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক আবদুর রউফ স্কুল ও কলেজকে প্রদান করা হয়। এর আগে প্রধানমন্ত্রী একটি ‘ফোর ডি আল্ট্রাসনোগ্রাম মেশিন’ গাজীপুর জেলার কাশিমপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালকে প্রদান করেন।

সর্বশেষ খবর