শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পাহাড়ে সবজি চাষে স্বাবলম্বী নারীরা

জহুরুল আলম, খাগড়াছড়ি

পাহাড়ে সবজি চাষে স্বাবলম্বী নারীরা

পাহাড়ে বিষমুক্ত শাক সবজি চাষাবাদ শুরু হয়েছে। তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে পাহাড়ি নারীদের নিয়ে এ কার্যক্রম চলছে। আর এ পন্থায় চাষাবাদ করে এসব নারী এরই মধ্যে স্বাবলম্বী হয়ে উঠেছেন।

জানা গেছে, কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার ছাড়াই নানা শাক সবজি চাষের উপর প্রশিক্ষণ শেষে স্ব স্ব এলাকায় গিয়ে পাহাড়ি নারীরা চাষাবাদ শুরু করেন। এভাবে তারা জৈব সার (নিজস্ব উদ্যোগে তৈরি সবুজ সার) ব্যবহার করে পুঁই শাক, ঝিঙা, আলু, টমেটো, বেগুন, বরবটি, শিমসহ নানা প্রজাতির শাক সবজি ফলাচ্ছেন।  যেমন খাগড়াছড়ির হেডম্যান পাড়ার রিকা চাকমা, বেতছড়ির কাচিং মার্মা, প্রতাপপাড়ার ম্রাচাই মার্মা, উক্রাচিং মার্মা, সুইমা মার্মা প্রাকৃতিক উপায়ে শাক সবজির উত্পাদন কাজে নিয়োজিত। শাক সবজি বিক্রি করে রিকা চাকমারা আজ সবাই স্বাবলম্বী। তারা জানান, নিজেরা স্বাস্থ্য সচেতন হয়ে বিষমুক্ত শাক সবজি খাচ্ছেন। তেমনি এসব পণ্য ভোক্তাদের মধ্যে বিক্রি করে নিজেরাও স্বাবলম্বী হতে পারছেন। তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা জানান, আমরা মানুষের স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি করার জন্য প্রথমে এক ঝাঁক নারীকে কৃষি ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করি। পরে নানা উপকরণ সহায়তা দিয়ে তাদেরকে এ কাজে নামাই। বর্তমানে এরা সবাই স্বাবলম্বী। এ কারণে অনেক পাহাড়ি নারী এখন প্রাকৃতিক উপায়ে শাক সবজি ফলানোর কাজে নিজেদের নিয়োজিত করেছেন।

সর্বশেষ খবর