শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

২২০০ মেট্রিক টন গ্যাসঅয়েল পাঠাচ্ছে ভারত

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ ২ হাজার ২০০ মেট্রিক টন গ্যাস অয়েল সরবরাহ করছে ভারত। এ গ্যাস অয়েল বহনকারী ট্রেন গতকাল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। আগামীকাল ট্রেনটি পার্বতীপুরে এসে পৌঁছাবে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসসম্পদ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিলিগুড়ি থেকে বাংলাদেশের উদ্দেশে ২ হাজার ২০০ মেট্রিক টন গ্যাস অয়েল বহনকারী ট্রেনের যাত্রা উদ্বোধন করেন। বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ১৯ মার্চ পার্বতীপুরে চালানটি গ্রহণ করবেন। হাইকমিশন জানায়, একটি যৌথ উদ্যোগ কোম্পানির মাধ্যমে এনআরএলের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল (পশ্চিমবঙ্গ) থেকে বিপিসির দিনাজপুর জেলার পার্বতীপুর জ্বালানি পণ্য সংরক্ষণাগার পর্যন্ত ১৩০ কিলোমিটার ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফএল) বাস্তবায়নের জন্য গত বছরের ২০ এপ্রিল ঢাকায় এনআরএল ও বিপিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সে অনুযায়ী বিপিসি কর্তৃক প্রস্তাবিত শুভেচ্ছা মূল্যে এনআরএল ২ হাজার ২০০ মেট্রিক টন গ্যাস অয়েলের প্রথম চালানটি সরবরাহ করছে। প্রসঙ্গত, গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় গৃহীত যৌথ ঘোষণায় জ্বালানি খাতের এ গুরুত্বপূর্ণ সহায়তার কথা উল্লেখ ছিল।

সর্বশেষ খবর