রবিবার, ২০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বৃক্ষমানবের বাম হাতেও সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক

বৃক্ষমানবের বাম হাতেও সফল অস্ত্রোপচার

বিরল রোগে আক্রান্ত বৃক্ষমানব আবুল বাজনদারের ডান হাতের পর বাম হাতেও অস্ত্রোপচার সফল হয়েছে। তার পাঁচ আঙ্গুলের বর্ধিত অংশসহ বাম হাতের পুরো আঁচিল ফেলে দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের   বার্ন ইউনিটের দ্বিতীয় তলার ওটিতে তৃতীয় দফায় আবুলের অপারেশন সম্পন্ন হয়। এতে তার হাতের আঙ্গুলের অস্তিত্ব বোঝা গেছে, সে হাত নাড়াতেও পারছেন বলে জানিয়েছেন। আবুলের চিকিৎসায় গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এর আগে তার ডান হাতে দুই দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়েছেন। বোর্ডের অন্যতম সদস্য ডা. সামন্ত লাল সেন বলেন, আগের বারের চেয়ে এবার অপারেশনে সময় কম লেগেছে এবং অস্ত্রোপচার খুব ভালো হয়েছে। আমরা তাকে নিয়ে খুব আশাবাদী। তার ডান হাতে অপারেশন আমরা আগেই করেছি। সেই অভিজ্ঞতা এবার খুব কাজে লেগেছে এবং অপারেশন সহজ হয়েছে। আমরা সফলভাবে তার অস্ত্রোপচার করেছি। ডান হাতে দুদফা অস্ত্রোপচারের পর তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং স্বাভাবিক প্রক্রিয়ায় হাত দ্রুত ভালো হয়ে উঠছে। আমাদের মূল লক্ষ্য তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া। আবুলের স্ত্রী হালিমা খাতুন বলেন, অস্ত্রোপচারের পর আবুলের বাম হাতে ব্যথা করছে এবং মাথা কিছুটা ঘুরছে। চিকিৎসকরা বলেছে অপারেশনের পর এরকম হয়। দ্রুত ভালো হয়ে যাবে। আবুলের ডান হাতে সফল অস্ত্রোপচারের পর বাম হাতে সফল অস্ত্রোপচারে তিনি খুশি। আবুল দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে এমটাই প্রত্যাশা করছেন তিনি। খুলনার পাইকগাছা থানার সরল গ্রামের আবুল বাজনদার গত ৩০ জানুয়ারি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। পরে আবুলের চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. আবুল কালামের নেতৃত্বে ২০ ফেব্রুয়ারি প্রথম দফায় আবুলের ডান হাতের পাঁচটি আঙ্গুলের বর্ধিত অংশ ফেলে দেওয়া হয়। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ডান হাতে অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ গতকাল তৃতীয় দফায় আবুলের বাম হাতে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের মাধ্যমে বিশ্বের তৃতীয় গাছমানব আবুল সুস্থ হলে, বাংলাদেশের জন্য তা হবে একটি মাইল ফলক। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ৯ সদস্যের গঠিত মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করছেন। আবুলের চিকিৎসার সব খরচ বহন করছে সরকার।

সর্বশেষ খবর