মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬ ০০:০০ টা
মংলা বন্দর

সিদ্ধান্তহীনতায় ছাড় না হওয়া ১২৫১ গাড়ি নিলামে

সামছুজ্জামান শাহীন, খুলনা

সরকারের উচ্চপর্যায়ের দ্বিমুখী আচরণ ও শুল্কায়ন জটিলতায় মংলা বন্দরে আটকে থাকা ১ হাজার ২৫১টি গাড়ি নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। এই গাড়িগুলোর দাম প্রায় ৩৯০ কোটি টাকা। আগামী ২৯ মার্চ নিলাম সংক্রান্ত সভা আহ্বান করা হয়েছে। তবে গাড়িগুলো নিলামে বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদ করে আমদানিকারকরা সহজ শর্তে খালাশের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

জানা যায়, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই গাড়িগুলো আমদানি নীতিমালার শর্ত ভঙ্গ ও শুল্কায়ন জটিলতায় মংলা বন্দরে আটকে আছে। আমদানিকারকরা জানান, ২০১৪ সালে প্রধানমন্ত্রীর অনুশাসন আদেশে সর্বোচ্চ শুল্কছাড় দিয়ে গাড়িগুলো বন্দর থেকে খালাসের নির্দেশনা দেওয়া হলেও রাজস্ব বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয় দীর্ঘদিনেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। উপরন্তু, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানের সভাপতিত্বে ২০১৫ সালের ৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়, রাজস্ব বিভাগ ও মংলা বন্দর কর্তৃপক্ষের ত্রিপক্ষীয় বৈঠকে আটকে থাকা গাড়িগুলো বন্দর থেকে অপসারণ করে পুলিশের তত্ত্বাবধায়নে দেওয়ার সিদ্ধান্ত হয়।  বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি মো. আবদুল হামিদ শরীফ মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকারের উচ্চপর্যায়ের দ্বিমুখী আচরণে কাষ্টমস কর্তৃপক্ষও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। অর্থমন্ত্রী একটি নির্দেশনা দিলে অর্থ উপদেষ্টা তার উল্টো নির্দেশনা দিচ্ছেন। ফলে কাস্টমস ও এনবিআর কর্মকর্তারা সিদ্ধান্তহীনতার মধ্যে পড়েছেন। অথচ কাস্টম আইনের ১৯ ও ২০ ধারায় এ ধরনের শুল্কায়ন জটিলতার সমাধান দেওয়া আছে। তাও কেউ কার্যকরের পদক্ষেপ নিচ্ছেন না। এ অবস্থায় দীর্ঘদিন পর গাড়িগুলো নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। এটা করা হলে গাড়ি আমদানিকারকরা দেউলিয়া হয়ে পথে বসতে হবে। ইতিমধ্যে ব্যাংকের সুদ দিতে দিতে সহায়-সম্বল শেষ হতে চলেছে।

সর্বশেষ খবর