বুধবার, ২৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা
নারায়ণগঞ্জে সাত খুন

তারেক সাঈদের আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা একটি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে আবেদনটি খারিজ করেন। তারেকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গোলাম কিবরিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি  জেনারেল শেখ মো. মনিরুজ্জামান কবির। এর আগে ১৫ মার্চ এ ঘটনায় অন্য মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে তারেকের করা আবেদন হাইকোর্ট খারিজ করেন। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন কুমার সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দুটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ৮ এপ্রিল কাউন্সিলর নূর হোসেন এবং র‌্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয় পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুটি মামলায় নূর হোসেন ও র?্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে দুই মামলারই সাক্ষ্য গ্রহণ চলছে। গত ২৪ ফেব্রুয়ারি বিউটির করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে এ আবেদন করেন তারেক সাঈদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর