শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬ ০০:০০ টা

৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম কয়েক ঘণ্টা বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শেষ করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এরপর ক্রমান্বয়ে যেসব মোবাইল কোম্পানির সিম   নিবন্ধন হয়নি সেগুলোয় সংকেত যাবে। কয়েক ঘণ্টার জন্য একটু বন্ধ করেও দেওয়া হবে। মোবাইল কয়েক ঘণ্টা বন্ধ করলে মালিক গিয়ে নিবন্ধন করবেন। এভাবে পর্যায়ক্রমে সেগুলো বন্ধ হয়ে যাবে। গতকাল দুপুরে চট্টগ্রামে এরিকসন বাংলাদেশের কার্যালয় ও ‘ইন্টারনেট অব থিংস (আইওটি) পোর্টাল’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বার বার বলে আসছি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের তথ্য এনআইডিতে যাচ্ছে। অন্য কোথাও সংরক্ষিত হচ্ছে না। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। বাংলাদেশে ইন্টারনেট খরচ অন্যান্য দেশের চেয়ে কম। আরও কমানোর পরিকল্পনা আছে। অপটিক্যাল ফাইবার বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছি। ওয়্যারলেসের ওপর কাজ চলছে। মেইনটেন্যান্স খরচ দিয়ে কুলিয়ে ওঠা যাচ্ছে না।’ তিনি বলেন, গাইডলাইনের বাইরে কলড্রপ হচ্ছে কিনা, গ্রাহক ক্ষতিপূরণ পাচ্ছেন কিনা বিটিআরসি মনিটরিং করবে। তারানা হালিম বলেন, ‘অনেক কাজে হাত দিয়েছি। এর মধ্যে একটি ছিল অতিরিক্ত কোনো সুবিধা না দিয়ে প্রতিযোগিতামূলক বাজারের জন্য টেলিটককে উপযুক্ত করে তোলা। ইতিমধ্যে টেলিটকের সিম বৃদ্ধি, রিটেইলার বৃদ্ধি ও কাস্টমার কেয়ারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। টেলিটকের রিব্র্যান্ডিং করেছি। টেলিটকের ইনিশিয়েটিভ ইনভেস্টমেন্ট কম ছিল। আমরা সরকারের কাছে বরাদ্দ চাইব, নয় তো বাইরে থেকে সফট লোন নেব। টেলিটকের টু পয়েন্ট ফাইভ জি, থ্রি জি সম্প্রসারণ প্রকল্পের কাজ চলছে। “বিকাশ”-এর সঙ্গে টেলিটকের চুক্তি হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গেও চুক্তি হয়েছে।’

সর্বশেষ খবর