রবিবার, ২৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

নিজস্ব প্রতিবেদক

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বদলে গেছে গুগল। লাল-সবুজে রঙিন হয়েছে তাদের লোগো। মাঝখানে দেওয়া হয়েছে দেশের সব থেকে বড় স্বপ্নের পদ্মাসেতুর ছবি। একইসঙ্গে দিনটি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ২৬ মার্চের প্রথম প্রহর থেকেই ভেসে ওঠে এ শুভেচ্ছা।

ফেসবুক পেজে ভেসে ওঠে জাতীয় পতাকার ছবিসংবলিত একটি বার্তা। সেখানে দুজন নারী ও দুজন পুরুষ মিলে বাংলাদেশের জাতীয় পতাকা মেলে ধরেছেন। এর ঠিক নিচেই ছিল বাংলাদেশের সুখ-সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা বার্তা। অন্যদিকে দিবসটি উপলক্ষে গুগলের সার্চ বক্সের লোগোতে শোভা পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। এর ওপরে একটি বিশেষ আইকনে শোভা পায় বঙ্গবন্ধু সেতুর একটি লোগো। তার দুই পাশে সাদা অক্ষরে লেখা ছিল গুগল। গুগল সার্চ বক্সের ওপরের এ লোগোটিকে বলা হয় গুগল ডুডল। ২৬ মার্চের প্রথম প্রহর থেকেই দেখা যায় বাংলাদেশ নিয়ে করা গুগল ডুডল। এর ওপর ক্লিক করলেই পাওয়া যায় বাংলাদেশের স্বাধীনতা দিবসের তথ্য এবং দিবসটি ঘিরে নানা আয়োজনের খবর। আর ডুডলের ওপর মাউস কার্সার রাখলেই প্রদর্শিত হয়েছে Bangladesh Independence Day|

সর্বশেষ খবর