শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের ত্রুটি তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বিভিন্ন ফ্লাইওভারের পরিকল্পনাজনিত ত্রুটির কারণে প্রায়ই ফ্লাইওভারের শেষ প্রান্তে অবর্ণনীয় যানজটের সৃষ্টি হয় বলে মনে করছে সংসদীয় কমিটি। ফলে সরকার হাজার কোটি টাকা খরচ করেও যানজট দূর করতে পারছে না। উল্টো এসব ফ্লাইওভার জনভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই নির্মাণাধীন মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের নির্মাণ পরিকল্পনায় কোনো ত্রুটি ছিল কিনা, থাকলে এতে কারা জড়িত তা তদন্তে তিন সদস্যের সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. তাজুল ইসলামকে। সামশুল হক চৌধুরী ও মুহিবুর রহমান মানিককে কমিটির সদস্য করা হয়েছে। সংসদ ভবনে গতকাল বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কর্নেল (অব.) শওকত আলী, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), মো. তাজুল ইসলাম ও নিলুফার জাফর উল্লাহ বৈঠকে অংশ নেন।

কমিটি সূত্র জানায়, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে গতিশীল করতে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করার প্রতি মন্ত্রণালয়কে নজরদারি বৃদ্ধির সুপারিশ করে স্থায়ী কমিটি। এ ছাড়া কোনো নির্দিষ্ট বিষয়ে বিশেষ কর্মদক্ষতা অর্জন ও তা প্রয়োগের সুবিধার্থে কোনো কর্মকর্তা যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ওই পদে রাখার সুপারিশ করে কমিটি। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, চলতি অর্থবছরের এডিপিতে ৩১ প্রকল্প চলমান রয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরের এডিপিতে রেলওয়ের ৩৪টি বিনিয়োগ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। বৈঠকে পরিকল্পনা বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর