শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

ফুসফুসে সমস্যায় রাজধানীতে ২৩ ভাগ মানুষ

নিজস্ব প্রতিবেদক

বায়ুদূষণের কারণে গড়ে রাজধানীর ২৩ দশমিক ৪৭ শতাংশ বাসিন্দা ফুসফুসের সমস্যায় ভুগছে। এর মধ্যে ২২ দশমিক ১৮ শতাংশ পুরুষ। আর ২৪ দশমিক ৭২ শতাংশ নারী। গতকাল রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘নাগরিক স্বাস্থের ওপর বায়ুদূষণের প্রভাব’ শীর্ষক  সেমিনারে এ তথ্য দেয়া হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব পরিচালিত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সংশ্লিষ্ট গবেষক ও শিশু হাসপাতালের অধ্যাপক মো. রুহুল আমিন।

গবেষণার আওতায় রাজধানীর ১১টি এলাকার নানা বয়সী ৫০০ জনের বেশি মানুষের ফুসফুসের সক্রিয়তার পরীক্ষা বা পালমোনারি ফাংশন টেস্ট (পিএফটি) করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।  এতে বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) চেয়ারম্যান কাজী জামিল আজহার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ব্রি. (অব.) আবদুল মালিক, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। ডিএনসিসি ও বিইউ যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করে। মেয়র আনিসুল হক বলেছেন, দূষণ কমাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু তা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান আনিসুল। মেয়র বলেন, সিটি করপোরেশনের ভিতরে বালুভর্তি ট্রাক  খোলামেলা চলাচল করতে পারবে না। বালুভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে নিতে হবে। এ ছাড়া নির্মাণসামগ্রী দিনেরটা দিন এনে কাজ করতে হবে। একসঙ্গে এনে খোলা অবস্থায় রাখা যাবে না। সিটি করপোরেশনের পুরনো সব বিল্ডিং রং করতে হবে। তা নাহলে সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধ করে দেব।

সর্বশেষ খবর