রবিবার, ৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

রাস্তার টাকা কুড়িয়ে নেবেন বিল গেটস!

প্রতিদিন ডেস্ক

বিশ্বের শীর্ষ ধনী, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং বিল-মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারপারসন বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ৭০০ কোটি ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৬ লাখ কোটি টাকার সমান। কিন্তু তারপরও যদি রাস্তায় ৪০ হাজার ডলার পড়ে থাকতে দেখেন— তবে তা তিনি কুড়িয়ে নেবেন। বিশ্বখ্যাত অনলাইন কমিউনিটি রেডিটের এএমএ (যা ইচ্ছে জানতে চাওয়া) অনুষ্ঠানে তিনি এমন কথাই বলেছেন। তিনি কেন অবসরে যান না— এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেছেন, ‘আমি আমার কাজকে ভালোবাসি। বিজ্ঞানী আর মাঠকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাতে আমি আনন্দ পাই। আমার কাজের সময়ের একটা  ফ্লেক্সিবিলিটি আছে এবং আমি মাঝে মধ্যে ছুটি কাটাই। বিশ বছর বয়সে আমি ছুটির তাত্পর্য বুঝতাম না। তবে এখন অনেক পরিপক্ব হয়েছি। আমি খুবই সৌভাগ্যবান যে, আমি মেলিন্ডার সঙ্গে ফাউন্ডেশনের কাজ করছি। আমার স্বাস্থ্য ভালো থাকলে আমি আরও ৩০ বছর এ কাজ করব বলে আশা করি। এই ফাউন্ডেশন গড়ে এক হাজার ডলার খরচ করে একজন মানুষের জীবন বাঁচাতে পারে। আর এ কারণে আমি রাস্তায় পড়ে থাকা ৪০ হাজার ডলার তুলে নেব। কারণ তাতে ৪০ জনের জীবন বাঁচানো যাবে।’ এই অনুষ্ঠানে আরেক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, কম্পিউটারের অগ্রগতিতে কোয়ান্টাম কম্পিউটিং আগামী ৬-১০ বছরের মধ্যে একটি জায়গায় যেতে পারবে।

আগামী এক দশকের মধ্যে ‘মানুষের মতো দৃষ্টি ও বিশ্লেষণী ক্ষমতাসম্পন্ন’ রোবট তৈরি হবে এবং প্রাণী দেহের জিন সম্পাদনা করার মতো যোগ্যতা বিজ্ঞানী গবেষকরা অর্জন করবে। তাই দেরি হয়ে যাওয়ার আগে কৃত্রিম বৃদ্ধিমত্তা গবেষণাতে নিয়ন্ত্রণ আরোপ করা উচিত। সূত্র রেডিট এএমএ।

সর্বশেষ খবর