সোমবার, ৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
হাটহাজারীতে জঙ্গিদের প্রশিক্ষণকেন্দ্র

ব্যারিস্টার শাকিলাসহ ৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের (এসএইচবি) হাটহাজারীর তাত্ত্বিক প্রশিক্ষণ কেন্দ্র আবিষ্কার করার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইনের মামলায় ব্যারিস্টার শাকিলাসহ ৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে র‌্যাব। চার্জশিটে সাবেক এমপি ও বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপন, হামজা ব্রিগেডের সামরিক কমান্ডার মনিরুজ্জামান ডনসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং কথিত এক বড় ভাই, অর্থ জোগানদাতা সংযুক্ত আরব আমিরাতের নাগরিক আল্লামা লিবদির ও ঠিকানাবিহীন আরও ৫৩ জনসহ মোট ৮৬ জনকে আসামি করা হয়। মামলায় সাক্ষী করা হয় ৮৩ জনকে। গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সি মশিয়ার রহমানের আদালতে চার্জশিট জমা দেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক রুহুল আমিন। র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, হাটহাজারী থেকে হামজা ব্রিগেডের তাত্ত্বিক প্রশিক্ষণ কেন্দ্র আবিষ্কারের ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ৮৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে ৩৩ জনের নাম-ঠিকানা উল্লেখ করা হয়েছে। বাকিদের নাম উল্লেখ করা হলেও ঠিকানা না পাওয়ায় তা উল্লেখ করা হয়নি। ঠিকানা পাওয়ার পর ফের সম্পূরক চার্জশিট দেওয়া হবে। প্রসঙ্গত, গত বছরের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীর আল মাদ্রাসাতুল আবু বকরে অভিযান চালিয়ে ১২ জঙ্গিকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাঁশখালীর দুর্গম পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প আবিষ্কার করেছে র‌্যাব। সেখান থেকে তিনটি একে ২২ রাইফেল, ছয়টি বিদেশি পিস্তল, একটি রিভলবার, তিনটি দেশীয় বন্দুকসহ বোমা তৈরি ও প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার ও পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয়। গত বছরের ১৮ আগস্ট ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে ঢাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-৭। তাদের বিরুদ্ধে শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেওয়ার অভিযোগ আনা হয়।

সর্বশেষ খবর