বুধবার, ২০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
উদ্ভাবন

জুম্মনের অগ্নিনির্বাপক যন্ত্র আবিষ্কার

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

জুম্মনের অগ্নিনির্বাপক যন্ত্র আবিষ্কার

কাজী এমরান হোসেন জুম্মন। কাজ করেন কুমিল্লা বাখরাবাদ গ্যাস কোম্পানির ইলেকট্রিশিয়ান হিসেবে। তিনি আবিষ্কার করেছেন আগুন প্রতিরোধক যন্ত্র। তার দাবি, এ যন্ত্র ব্যবহার করা হলে দেশের শতকরা ৬০ ভাগ আগুন লাগার ঘটনা কমে যাবে। পৃথিবীতে এ রকম আবিষ্কার দ্বিতীয়টি হয়নি বলেও তিনি দাবি করেন।

জুম্মন বলেন, তার যন্ত্রটি ব্যবহার করলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ধোঁয়া বা উত্তাপ সৃষ্টি হলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে। উচ্চশব্দে অ্যালার্ম বাজবে। নির্দিষ্ট পাঁচটি নম্বরে আগুন লাগার মেসেজ চলে যাবে। নম্বরগুলো ফায়ার সার্ভিস, থানা, মালিকসহ অন্যান্য কর্মকর্তার কাছে থাকবে। পাঁচ মিনিটের মধ্যে গ্যাস স্প্রে করবে। ১০-১৫ মিনিটের মধ্যে পানি ছিটিয়ে দেবে। ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত বিসিএসআইআর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় স্বশিক্ষিত ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে জুম্মনের আবিষ্কার। কুমিল্লা সদর উপজেলার চাপাপুর গ্রামের কাজী ফরিদ উদ্দিনের পাঁচ মেয়ে, এক ছেলের মধ্যে জুম্মন চতুর্থ। বাবা বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন। মতিঝিল কলোনিতে জুম্মনের বেড়ে ওঠা। খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকায় অষ্টম শ্রেণির বেশি লেখাপড়া করা হয়নি। তবে সম্প্রতি ভোকেশনালে এসএসসি পাস করেন। সৌদি আরব গিয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে দুই বছর কাজ করেন। দেশে ফিরে কাজ নেন কুমিল্লা বাখরাবাদ গ্যাস কোম্পানিতে। সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের পর তার মাথায় আসে বাসাবাড়ির নিরাপত্তার বিষয়টি। তিনি টানা দুই বছর পরিশ্রম করে আবিষ্কার করেন বাসাবাড়ির নিরাপত্তার যন্ত্রটি। এর সুইচ বাসার বিভিন্ন স্থানে গোপনে লাগানো থাকবে। বিপদে পড়লে লোকজন তা চাপলে বাসার সিকিউরিটি রুম ও থানায় মেসেজ চলে যাবে। এভাবে তিনি আগুন প্রতিরোধ, মালিকের অনুপস্থিতিতে বাসার নিরাপত্তা, নির্দিষ্ট সময়ে লাইট অন-অফ করার স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেন; যাতে বিদ্যুৎ খরচ কমবে। এ ছাড়া রয়েছে ব্যাংক, দোকান ও সিসি ক্যামেরা সিকিউরিটি। সিকিউরিটি ক্যামেরা সম্পর্কে বলেন, বিভিন্ন স্থানে দুটি করে সিসি ক্যামেরা লাগানো থাকবে। একটি সব সময় চলবে। আরেকটি চুরি-ডাকাতির সময় স্বয়ংক্রিয়ভাবে অন হবে। জুম্মন বলেন, তিনি দেশের জন্য কিছু করতে চান। তার যা পুঁজি ছিল তা দিয়ে যন্ত্রপাতি কিনে গবেষণা চালাচ্ছেন। তিনি তার প্রযুক্তি দিয়ে মানুষের নিরাপত্তা বাড়াতে চান। এজন্য তিনি সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ খবর