রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
ঐতিহ্য

নওগাঁয় দেড় হাজার বছরের প্রাচীন নিদর্শন আবিষ্কার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় দেড় হাজার বছরের প্রাচীন নিদর্শন আবিষ্কার

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার, হলুদবিহার ও ধামইরহাট উপজেলার জগদল বিহারের পর এবার রানীনগর উপজেলার উজালপুরে প্রায় দেড় হাজার বছরের প্রাচীন আরও একটি একই রকম চারটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক বিহারগুলো আবিষ্কার করেছেন। প্রত্নতত্ত্ব অধিদফতরের অনুমতি নিয়ে ব্যক্তি উদ্যোগে এই প্রথম এগুলোর একটিতে ইতিমধ্যে খনন কাজও শুরু করা হয়েছে। আর এগুলো আবিষ্কারের মধ্য দিয়ে জেলার ইতিহাসে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন ইতিহাসবিদরা। রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের উজালপুর গ্রামে সরেজমিন দেখা গেছে, অনুসন্ধানী টিম মনোযোগ দিয়ে বিহার আবিস্কারের কাজ করে যাচ্ছেন। প্রত্নতত্ত্ববিদ ঢাকা জাদুঘরের সহকারী পরিচালক পিএইচডি গবেষক মোহাম্মদ আবু আল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম এই খনন কাজ করছেন। জানা গেছে, গত প্রায় দেড় বছর ধরে প্রত্নতত্ত্ব গবেষক মোহাম্মদ আবু আল হাসান পুরাকীর্তি নিদর্শন আবিষ্কারে ব্যাপক গবেষণা করেন। তার গবেষণায় রানীনগর উপজেলার একডালা ইউনিয়নে রাজাপুর ঢিবি, দিঘিরপাড় দ্বীপ, ঘোড়া পাতা ও উজালপুর এই চারটি স্থানে পাল বংশেরও আগের প্রায় দেড় হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শন থাকার সম্ভাবনার তথ্য উঠে আসে। এর পরই ব্যক্তিগত অর্থায়নে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত রবিবার থেকে খনন কাজ শুরু করেন। আবু আল হাসান জানান, বদলগাছী, ধামইরহাট, সাপাহার, নিয়ামতপুরসহ অন্য উপজেলাগুলোতে ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এমন চিন্তাধারা থেকে ওইসব এলাকা থেকে গত প্রায় দেড় বছর ধরে অনুসন্ধান চালিয়ে রানীনগর উপজেলার ওই চারটি স্থানে পাল বংশ এবং তার আগের সময়ের প্রাচীন পুরাকীর্তির অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। তিনি আরও বলেন, খননকালে পাহাড়পুর বৌদ্ধবিহারের আকৃতিতেই অবকাঠামো পাওয়া গেছে। পুরোপুরি নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে এটি বৌদ্ধদের কোনো জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান বলেই প্রতীয়মান হয়েছে।

সর্বশেষ খবর