মঙ্গলবার, ৩ মে, ২০১৬ ০০:০০ টা

অর্থ ফেরতের নির্দেশ দেননি ফিলিপাইন আদালত

নিজস্ব প্রতিবেদক

মামলা না করায় অর্থ ফেরতের বিষয়ে কোনো নির্দেশনা দেননি ফিলিপাইন আদালত। গতকাল ফিলিপাইনের ম্যানিলা আদালত চুরির সঙ্গে জড়িত কিম ওংয়ের সব সম্পদ সরকারি জিম্মায় রাখার সময় বৃদ্ধি করেছেন। একই সঙ্গে অর্থ চুরির মামলা শেষ না হওয়া পর্যন্ত ক্যাসিনোর সম্পদ ছাড়াও কিম ওংয়ের ব্যক্তিগত সব সম্পদ ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, বাংলাদেশের চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরতের বিষয়ে শুনানি ছিল গতকাল। ২৬ এপ্রিল ম্যানিলা আদালত বাংলাদেশকে অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দেন। একই দিন কেন্দ্রীয় ব্যাংককে আদালত জানান, টাকা ফেরত পেতে হলে বাংলাদেশকে মামলা করতে হবে। গতকাল অর্থ ফেরতের বিষয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রক্রিয়া শুরু করেছে কি না সে সম্পর্কে জানতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাংলাদেশের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানানো হয়। বাংলাদেশ এখনো মামলা না করায় আদালত কোনো নির্দেশনা দেননি। তবে আদালত অর্থ উদ্ধারের জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন। কী পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে আর কী পরিমাণ বাকি রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে বলেছেন আদালত। শুনানিতে ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) কর্মকর্তারা ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের সব সম্পদ বাজেয়াপ্ত করার আবেদন করেন। আদালত সম্পদ বাজেয়াপ্ত না করলেও অপরাধীদের সব সম্পদ সরকারি নিয়ন্ত্রণে থাকার সময় বৃদ্ধি করেছেন। মার্চ মাসে ঘটনায় জড়িত দুই ক্যাসিনোর সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে তা সিলগালা করা হয়।

সর্বশেষ খবর