বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬ ০০:০০ টা

পতিসরে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের প্রস্তুতি

নওগাঁ প্রতিনিধি

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বিশ্বকবির এই বিখ্যাত কবিতা কবি নওগাঁর আত্রাইয়ের পতিসরে তার কাচারি বাড়িতে এসে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আঁকা-বাঁকা নাগর নদীকে নিয়ে লিখেছিলেন। এ ছাড়াও বিশ্বকবি তার বিখ্যাত কবিতা দুই বিঘা জমিসহ অসংখ্য বিখ্যাত সাহিত্য কর্ম রচনা করেছেন পতিসরের কাচারি বাড়িতে এসে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী আগামী রবিবার। দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্বকবির স্মৃতিবিজড়িত নওগাঁর পতিসর কাচারি বাড়ি এলাকায় এখন সাজ সাজ রব। সরকারিভাবে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নেওয়া হয়েছে নানা কর্মসূচি। নওগাঁ শহর থেকে ৩৬ কিলোমিটার দূরে আত্রাই উপজেলার নিঝুম-নিস্তব্ধ-নিভৃত গ্রাম পতিসর। প্রতিবছরই এখানে গুরুত্বের সঙ্গে অনুষ্ঠান পালন করা হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর কাচারি বাড়িতে আসেন হাজারো রবীন্দ্র ভক্ত ও অনুরাগী। অনুষ্ঠান সফল করতে চলছে নানা প্রস্তুতি। গতকাল থেকে দেবেন্দ্র মঞ্চ ও এর আশপাশের দেয়ালের ধোয়ামোছা ও রং-বার্নিশ লাগানো শুরু হয়েছে। আগামীকালের মধ্যে ডেকোরেটর, তোরণ ও রং-বার্নিশসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন হবে বলে জানান ওই কাজে নিয়োজিতরা।

সর্বশেষ খবর