বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় ইন্টারপোল কর্মকর্তারা রিজার্ভ চুরির তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করতে ইন্টারপোলের ছয় সদস্যের একটি দল ঢাকায় এসেছে। গতকাল ব্রাড মারডেনের নেতৃত্বে ছয় সদস্যের এই দলটি ৬ মে পর্যন্ত সিআইডির সঙ্গে কাজ করবে। তারা আইটি ফরেনসিক বিশেষজ্ঞ। দলটি মঙ্গলবার ঢাকা পৌঁছার পর গতকাল সকাল থেকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম। শাহ আলম সাংবাদিকদের বলেছেন, রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করতে ইন্টারপোলের সহায়তা পেলে ভালো হবে। তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন। তারা শুধু ল্যাবরেটরিতে বসে সিআইডির বিশেষজ্ঞদের নিয়ে কাজ করবেন। প্রাথমিকভাবে তারা তিন দিনের জন্য এসেছেন। তারা মূলত কম্পিউটার ফরেনসিক এনালিস্ট হিসেবে কাজ করবেন। আমরা তাদের কাছ থেকে এসব বিষয়ে কারিগরি সহায়তা নেব।

তিনি আরও বলেন, ইন্টারপোলের সদস্যরা সিঙ্গাপুরের আঞ্চলিক অফিসসহ বিভিন্ন স্থান থেকে এসেছেন।  ইতিবাচক দিক থেকেই তদন্ত এগোচ্ছে। নানা দিক দিয়ে এই ঘটনার তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে। ফিলিপাইন ও শ্রীলঙ্কায় বাংলাদেশ পুলিশের যারা গিয়েছিলেন তারা তদন্ত সহায়ক অনেক তথ্য সংগ্রহ করেছেন। তাদের সেসব তথ্য তদন্ত কাজে সহায়ক হিসেবে কাজ করছে।

সর্বশেষ খবর