শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা

চোখের পলকেই দুমড়ে মুচড়ে গেল ইজিবাইকটি

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ ৮ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার মোদারপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ মোট ৮ জন নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে নেত্রকোনাগামী একটি ট্রাক ময়মনসিংহের দিকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে চোখের পলকেই দুমড়ে মুচড়ে যায়। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। নিহতদের মধ্যে রয়েছেন অটোরিকশা চালক সাদেকুল ইসলাম (২৮), অটোরিকশার মালিক আশরাফুল ইসলাম (৩০), আবদুল হাকিম (৪০) এবং একই পরিবারের কাজল মিয়া (৩৫) কাজলের স্ত্রী শিরিনা (২৫), দুই ছেলে তাহসিন (৭), তৌহিদ (৪) ও শিরিনার ভাই উজ্জ্বল (১৮)। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিহতদের সবার বাড়ি নেত্রকোনার পূর্বধলায়। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এদিকে দুর্ঘটনার পর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও পুলিশ সুপার মঈনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিন দেখা গেছে, দুর্ঘটনার বেশ পরেও ঘটনাস্থলে নিহতদের জুতাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। ধুমড়ে মুচড়ে পড়েছিল অটোরিকশাটি। তাতে ছিল রক্তের ছোপ ছোপ দাগ। অন্যদিকে ট্রাকটি ছিল অক্ষত। নিহত উজ্জ্বলের মামা রইছ উদ্দিন জানান, কাজল মিয়ার পরিবার নেত্রকোনা থেকে ডাক্তার দেখানোর উদ্দেশে ময়মনসিংহ আসছিল। নেত্রকোনার উখলা ইউনিয়নের ভরাকান্দা এলাকায় তাদের বাড়ি। উজ্জ্বল ঘাগড়া ইউনিয়নের সাংকিডরি এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম শাহীন জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী উদ্ধার তত্পরতা চালান। তখনো এক লোকসহ দুই শিশুর দেহে প্রাণ ছিল। কিন্তু তাদের বের করতে প্রায় আধা ঘণ্টা সময় লগে যায়। ততক্ষণে তারা মারা যায়। তিনি জানান, অটোরিকশাটি নিয়ম মেনে রাস্তার বাঁ-পাশ দিয়েই চলছিল। কিন্তু ট্রাকটি ভুল পথে এসে অটোরিকশাকে ধুমড়ে মুচড়ে দেয়।

পরীক্ষা দেওয়া হলো না উজ্জ্বলের : সারা দেশে চলছে এইচএসসি পরীক্ষা। উজ্জ্বলও অংশ নিয়েছিল এ পরীক্ষায়। বোন শিরিনার সঙ্গে সে ময়মনসিংহে যাচ্ছিল। উজ্জ্বলের মামা রইছ উদ্দিন বলেন, ‘ওদের আর ময়মনসিংহে পৌঁছা হলো না। উজ্জ্বলের পরীক্ষা দেওয়াও হলো না।’

সর্বশেষ খবর