শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা
টাঙ্গাইলে দর্জি খুন

রক্তমাখা চাপাতি শার্ট উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাপাতি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল দুপুর আড়াইটার দিকে গোপালপুর উপজেলার সুতী কালীবাড়ি অটো রাইচ মিলের পাশের একটি ঝোপ থেকে এই চাপাতি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার ঘটনার পর ওই এলাকা থেকে একটি রক্তমাখা সাদার মাঝে লাল চেক শার্ট উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, দুপুরে স্থানীয়রা ওই এলাকায় একটি রক্তমাখা চাপাতি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, সুতী এলাকা থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে তা নিখিল হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, গত শনিবার দুপুরে গোপালপুর উপজেলার ডুবাইল এলাকায় নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দারকে। দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে পাকুটিয়া-সুতী কালীবাড়ি সড়ক দিয়ে এসে নিখিলকে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনার পর নিখিল হত্যাস্থানের ২ কিলোমিটার দূরে একটি রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়। পরে গতকাল ওই এলাকা থেকে এই চাপাতি উদ্ধার হলো।

সর্বশেষ খবর