শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা

কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছাল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। গতকাল নির্ধারিত দিন থাকলেও সাক্ষী হাজির না থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান ১১ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোরকুমার কর জানান, গতকাল আদালতে আসামিরা উপস্থিত থাকলেও সাক্ষী হাজির ছিলেন না। এজন্য সাক্ষ্য গ্রহণ হয়নি।

প্রসঙ্গত, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার আদালতে এসেছিল কিবরিয়া হত্যা মামলাটি। দ্রুত বিচার আদালতে মামলাটি ৯০ কার্যদিবসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এ সময় পেরিয়ে যাওয়ায় নিয়মানুযায়ী ১৫ কর্মদিবস করে দুই দফা সময় বাড়ানো হয়। সেই সময় শেষ হয় গত বছরের ৯ ডিসেম্বর। এ অবস্থায় মামলার কার্যক্রম সিলেট দ্রুত বিচার আদালতে রাখতে গত ৬ জানুয়ারি আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ১১ মার্চ পুনরায় দ্রুত বিচার আদালতে আলোচিত এ মামলার বিচার শুরু হয়।

সর্বশেষ খবর