শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা
উদ্ভাবন

মোসাদ্দেকের পোকা দমন যন্ত্র

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

মোসাদ্দেকের পোকা দমন যন্ত্র

কীটনাশকের ভয়াবহ প্রভাব থেকে মাটি ও ফসল রক্ষা এবং পরিবেশ বাঁচাতে দিনাজপুরের মোসাদ্দেক হোসেন তৈরি করেছেন পোকা দমন যন্ত্র। কীটনাশক ছাড়াই এ যন্ত্র দিয়ে পোকা দমন করা যায়।

মোসাদ্দেক    দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও দিনাজপুর সদরের পুলহাট এলাকার ইদ্রিস আলীর ছেলে। গত জানুয়ারিতে তার যন্ত্র ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে। ঢাকার আরেক মেলায় তিনি পুরস্কৃতও হয়েছেন। মোসাদ্দেক জানিয়েছেন, এক বিঘা জমিতে বছরে তিনটি ফসলের পোকা দমনে একজন কৃষকের কমপক্ষে ৮ হাজার টাকা খরচ হয়। সেখানে মাত্র ৩ হাজার টাকা ব্যয় করে এ যন্ত্র দিয়ে পোকা দমন সম্ভব। মোসাদ্দেক উল্লেখ করেন, তার যন্ত্রটি দ্বারা এলইডি বাল্ব জ্বালিয়ে ও হলুদ রং ব্যবহার করে পোকা আকৃষ্ট করা হয়। পোকা লাইটের কাছে আসামাত্র বাতাস টানা যন্ত্রের মাধ্যমে পোকা ধরে পাত্রের ভিতর আটকে ফেলা হয়। যন্ত্রটিতে বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজনীয়তা থাকায় সোলার ব্যবহার করা হয়েছে। সোলার থেকে বিদ্যুৎ সঞ্চিত হয় এবং সেই বিদ্যুৎ থেকে বাতি জ্বালিয়ে পোকা আকৃষ্ট করা হয়। আর বাতাস টানা যন্ত্র পোকা ধরে ফেলে। মাত্র ৩ হাজার টাকা ব্যয়ে ইস্পাত, সোলার, ১২ ভোল্টের ব্যাটারি, মোটর ও এলইডি বাল্ব, সুইচ বোর্ড ব্যবহার করে যন্ত্রটি তৈরি করা যায়। এটি ফসলের মাঠে ব্যবহার করে মাজরা, বাদামি ঘাসফড়িং, মাছিজাতীয় পোকা, চুট্রি পোকাসহ ক্ষতিকারক পোকা ধরা সম্ভব।

সর্বশেষ খবর