বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ ০০:০০ টা
দুদকের অভিযান

ব্যাংক কর্মকর্তাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দুর্নীতির মামলায় ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে দেশের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, দিনাজপুর ও টাঙ্গাইল থেকে তাদের গ্রেফতার করেন রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থাটির তদন্ত কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে প্রতারণা, সরকারের রাজস্ব ক্ষতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

তারা হলেন নেত্রকোনার মো. আবদুল খালেক, ময়মনসিংহের মো. সোহরাব আলী, কিশোরগঞ্জের মো. খালেকুজ্জামান, টাঙ্গাইলের মো. জহিরুল ও দিনাজপুরের মো. আলম হোসেন। এ পাঁচজনের গ্রেফতারের বিষয়টি দুদকের উপপরিচালক (জনসংযোগ)  প্রণবকুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ১৪ মার্চ দুদকের চেয়ারম্যান হিসেবে ইকবাল মাহমুদ যোগদান করার কয়েক দিন পরই দুদকের গ্রেফতার তত্পরতা শুরু হয়। গতকাল পর্যন্ত ১১৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ২৭ মার্চ রাতভর অভিযান চালিয়ে বেসিক ব্যাংক কেলেঙ্কারির কয়েকজন আসামিকে গ্রেফতারের মধ্য দিয়ে শুরু হয় এ কমিশনের প্রথম গ্রেফতার কার্যক্রম। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই চলে দুদকের গ্রেফতার অভিযান।

সর্বশেষ খবর