বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

একটাই বাড়ি যে শহরে

প্রতিদিন ডেস্ক

একটাই বাড়ি যে শহরে

শহরের বাসিন্দারা সবাই একই ছাদের নিচে থাকেন। তাদের অফিস, বাজার, স্কুল-কলেজ সব কিছুই ওই একটি বাড়ির ভিতরে। কারণ ওই শহরে বাড়ির সংখ্যা একটাই।

যুক্তরাষ্ট্রের আলাস্কার হুইটিয়ার শহরের বাসিন্দার সংখ্যা ২২০। তারা সবাই ওই একটি মাত্র বাড়িতে থাকেন। ১৪ তলা এই বিশাল বাড়িটির নাম বেগিক টাওয়ার। কেবল ২২০ জনের বাসগৃহ নয়, এই বাড়িটির ভিতরে অফিস, থানা, বাজার সবই রয়েছে। তেমন দরকার না পড়লে বাসিন্দারা কেউ বাড়ি থেকেই বের হন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেগিক টাওয়ার নির্মিত হয়েছিল মিলিটারি ব্যারাক হিসেবে। ১৯৬৯ পর্যন্ত বাড়িটি সরকারের অধীনেই ছিল। ওই বছর সেটি শহরের বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়। আর ওই শহর তথা বাড়িটিতে যারা বাস করেন, তারা প্রত্যেকেই সামরিক ব্যক্তিবর্গের বংশধর।

তবে এই শহরে একজন ব্যতিক্রম রয়েছেন। তার নাম পল। তিনি বেগিক টাওয়ারে না থেকে আস্তানা  গেড়েছেন একটি ভ্রাম্যমাণ গাড়ি-বাড়িতে। কিন্তু বাজার করতে তাকে ওই টাওয়ারে যেতে হয়। তাই তার গাড়ি-বাড়িটিকে তিনি পার্ক করে রাখেন বেগিক টাওয়ার ঘেঁষেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর