শিরোনাম
শনিবার, ১৪ মে, ২০১৬ ০০:০০ টা
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

উগ্রপন্থি তৎপরতায় বেশির ভাগ বাংলাদেশির সমর্থন নেই

প্রতিদিন ডেস্ক

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অফিসের পরিচালক এলিজাবেথ ট্রুডো বলেছেন, ‘বাংলাদেশে সম্প্রতি চরমপন্থিদের হিংসাত্মক আচরণ বৃদ্ধি পাওয়ায় আমরা বিরক্ত। তবে আমরা বিশ্বাস করি, সন্ত্রাসী আক্রমণের প্রতি বাংলাদেশের বেশির ভাগ মানুষের সমর্থন নেই এবং তারা এগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এসব হত্যাকাণ্ড চালাচ্ছে ক্ষুদ্র একটি গ্রুপ, যারা মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে  দমিয়ে রাখতে চায়। এহেন মনোভাবাপন্নদের মতামতকে যারা পাত্তা দেন না তারাই সহিংসতার শিকার হচ্ছেন। বাংলাদেশ সরকার এ সমস্যা সমাধানে সচেষ্ট বলে আমরা বিশ্বাস করি। আমরা সরকারের এ পদক্ষেপকে সমর্থন জানিয়ে আসছি এবং যতক্ষণ পর্যন্ত সরকার সন্ত্রাসবাদ নির্মূলের উদ্যোগ অব্যাহত রাখবে, আমরা সমর্থন দিয়ে যাব। বাংলাদেশের ঐতিহ্য রয়েছে, তারা বহুত্ববাদে বিশ্বাসী, বহুজাতিক সমাজে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এবং মতামত অবাধে প্রকাশকে তারা স্বাগত জানান। আর এমন মূল্যবোধের ওপরই চরমপন্থিরা আক্রমণ চালাচ্ছে।’ এনআরবি নিউজ। বাংলাদেশে উগ্রপন্থিদের হিংসাত্মক আচরণের তীব্রতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে কিনা এবং গত সপ্তাহে সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই ঢাকা সফরের সময় এ ব্যাপারে কিছু জেনেছেন কিনা এ প্রসঙ্গে ১২ মে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংকালে একজন সংবাদদাতার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে আল-কায়েদা ও আইএসের কর্মকাণ্ডের পদধ্বনি শোনা যাচ্ছে— জবাবে এলিজাবেথ বলেন, ‘এ ব্যাপারে বাংলাদেশ সরকার সুনির্দিষ্টভাবে কথা বলেছে। সহিংসতা দমনে বাংলাদেশ যে পদক্ষেপ গ্রহণ করেছে তার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’ প্রসঙ্গত, ১১ মে মার্কিন পররাষ্ট্র দফতরের কাছে ডিউপন্ট সার্কেলে প্রবাসী বাঙালিদের এক সমাবেশে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানানো হয়। সে সমাবেশের উদ্ধৃতি দিয়ে একজন সংবাদদাতার প্রশ্নের জবাব দেন এলিজাবেথ ট্রুডো।

সর্বশেষ খবর